বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ০৪:২৮ পূর্বাহ্ন


জৈন্তাপুরে শুকনো খাবার-ত্রাণ নিয়ে বন্যাদুর্গতদের পাশে জেলা প্রশাসক

জৈন্তাপুরে শুকনো খাবার-ত্রাণ নিয়ে বন্যাদুর্গতদের পাশে জেলা প্রশাসক


শেয়ার বোতাম এখানে

জৈন্তাপুর প্রতিনিধি:

সিলেটের জৈন্তাপুরে বন্যাদুর্গতদের মাঝে শুকনো খাবার ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী নিয়ে পাশে দাঁড়ালেন সিলেটেত জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক এম
কাজী এমদাদুল ইসলাম উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেন। এসময় বন্যাদুর্গত এলাকার ক্ষতিগ্রস্ত প্রায় ২শত পরিবারের মধ্য শুকনো খাবার, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য-সামগ্রী, হাইজিন কিট ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি। এছাড়াও প্রত্যেক ব্যাক্তিকে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং পানির জেরিকেন বিতরণ করা হয়।

বাওন হাওর এ নির্মাণাধীন আশ্রয়ন প্রকল্পও পরিদর্শন করে জেলা প্রশাসক সেখানে আগত বন্যা-দূর্গতদের মধ্যেও ত্রাণ সামগ্রী বিতরণ করেন

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদা পারভীন, উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ, নির্বাহী প্রকৌশলী (জনস্বাস্থ্য) আলমগীর হোসেন, সহকারী কমিশনার (ভূমি) ফারুক আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এখলাছুর রহমান সহ সংশ্লিষ্ট ইউপি


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin