সিলেটের জৈন্তাপুর উপজেলায় ট্রাক ও মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহতেত সংখ্যা বেড়ে ৩জনে দাঁড়িয়েছে। রোববার (৩ জুলাই) বিকেল ৩টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের চিকণাগুল সিলেট গ্যাস ফিল্ডের ৩নং গেইটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
এসময় ঘটনাস্থলে ১ জন এবং হাসপাতালে নেয়ার পথে আরেকজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতের লাশ উদ্ধার ও দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের দিকে সিলেট-তামাবিল মহাসড়কের সিলেট গ্যাস ফিল্ডের সম্মুখে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ২ জন মারা যান। ১ জন ঘটনাস্থলে ; অন্যজন হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান। নিহত দুজনই মোটরসাইকেল আরোহী। গুরুতর আহত অন্য মোটরসাইকেল আরোহী ওসমানীতে চিকিৎসা নিচ্ছেন।
ফাহিম আহমদ অমি সিলেট মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য সুবেদুর রহমান মুন্নার একমাত্র ছেলে ও জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্র। অপর আহত জসিম আহমদও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি শাহপরান থানাধীন খাদিমপাড়া ইউনিয়নের পুরান বাড়ির বাসিন্দা। তারা প্রত্যেকেই মোটরসাইকেল আরোহী এবং তিন বন্ধু ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানা উপ-পুলিশ পরিদর্শক (এসআই) নিখিল চন্দ্র রায় বলেন, ট্রাক ও মোটরসাইকেল দুর্ঘটনায় ৩জন মারা গেছেন। নিহত ৩ জন মোটরসাইকেল আরোহী বলেও জানান তিনি।