নাজমুল ইসলাম, জৈন্তাপুর:
সিলেট জৈন্তাপুর উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের গাত্তি গ্রামের মৎসজীবি পরিবারে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে৷ বিশ্ব যখন করোনা ভাইরাস সংক্রামনের ফলে স্তম্বিত, আজ বাংলাদেশও করোনা ভাইরাসে সংক্রমিত ৷
সরকারের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে মৎস্যজীবি শ্রমিকরা ঘর থেকে বাহিরে না যাওয়ায় আজ তারা কর্মহীন হয়ে অর্ধাহারে অনাহারে জীবন যাপন করছে ৷ তাদের কথা বিবেচনা করে জৈন্তা ফটোগ্রাফি সোসাইটি এবং জৈন্তাপুর মডেল থানা পুলিশ’র উদ্যোগে ১৬ এপ্রিল বৃহস্পতিবার উপজেলার গাত্তি গ্রামের কর্মহীন মৎস্যজীবিদের মধ্যে চাল, আলু ও সাবান বিতরণ করা হয়৷
এ সময় উপস্থিত ছিলেন জৈন্তিয়া ফটোগ্রাফি সোসাইটির এডমিন সহকারি অধ্যাপক খায়রুল ইসলাম, মর্ডারেটর আবুল হোসেন মোঃ হানিফ, মোঃ রেজওয়ান করিম সাব্বির, তাহসিন টুটুল এবং জৈন্তাপুর মডেল থানার এস আই প্রদীপ রায়, এএসআই রায়হান পারভেজ৷
সহায়তা বিতরণকালে বলেন, নিজে সর্তক থাকি, পরিবারকে সুস্থ্য রাখি। সরকার’র পাশাপাশি সমাজের বিত্তবানেরাও সামর্থ্য অনুযায়ী নিজ নিজ পাড়া মহল্লার হতদরিদ্র শ্রমিক, দিন মজুরদের পাশে দাঁড়ানোর আহবান জানান।