মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৩:২৩ অপরাহ্ন


জোর করে ক্ষমতা দখলের বিরুদ্ধে তালেবানকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি

জোর করে ক্ষমতা দখলের বিরুদ্ধে তালেবানকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি


শেয়ার বোতাম এখানে

আন্তর্জাতিক ডেস্ক:

আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহার হতেই সেখানে সাধারণ মানুষের ওপর হামলা চালিয়ে তালেবান যে আগ্রযাত্রা শুরু করেছে তা ‘খুবই মর্মন্তুদ’ আখ্যা দিয়ে এই গোষ্ঠীটিকে হুঁশিয়ার করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।

তালেবান যোদ্ধারা জোর করে ক্ষমতা দখল করলে এবং নৃশংসতা চালিয়ে গেলে আফগানিস্তান অস্পৃশ্য দেশে পরিণত হবে, বলেন তিনি।

বুধবার ভারতীয় নেতাদের সঙ্গে বৈঠক করতে নয়াদিল্লি সফরকালে ব্লিনকেন বলেন, আফগানিস্তানে একমাত্র আলোচনার মধ্য দিয়েই শান্তি প্রতিষ্ঠা হতে পারে। সব পক্ষকেই বিষয়টি গুরুত্ব সহকারে নিতে হবে।

যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের পর সেখানে নিরাপত্তা ক্রমেই ভেঙে পড়ছে। অনেক সীমান্ত ক্রসিং তালেবান দখল করে নিচ্ছে। একের পর এক জেলাও তাদের দখলে চলে যাচ্ছে।

মার্কিন সামরিক বাহিনীর সদরদপ্তর পেন্টাগনের হিসাবমতে, আফগানিস্তানের জেলাগুলোর অর্ধেকের বেশিই তালেবানের নিয়ন্ত্রণে চলে গেছে।

আফগানিস্তানে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তালেবানের শাসনামলে নারী শিক্ষা এবং তাদের কাজে যাওয়াও নিষিদ্ধ ছিল। তালেবান কাউকে শত্রুজ্ঞান করলে প্রকাশ্যেই নৃসংশভাবে তার মৃত্যুদণ্ড কার্যকর করত। তালেবানের অত্যাচারে দেশ ছেড়ে পালিয়েছিল লাখো মানুষ।

এখন আবার সেই রোমহর্ষক তালেবান যুগই ফিরে আসার অশনি সংকেত পাওয়া যাচ্ছে আফগানিস্তানে। কাতারে শান্তি আলোচনা চললেও তাতে তেমন অগ্রগতি দেখা যাচ্ছে না। তালেবান বলছে, তারা আবার ক্ষমতায় ফিরলে আম জনতার সঙ্গে ভালো আচরণ করবে।

কিন্তু এ মুহূর্তে আফগানিস্তানে তালেবানের একের পর এক হামলার যেসব খবর আসছে তা মোটেও দেশের জন্য ভালো লক্ষণ নয় বলেই সতর্ক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন।

বেসামরিক নাগরিকের ওপর হামলা খুবই পীড়াদায়ক উল্লেখ করে তিনি বলেন, “নিজ জনগণের ওপর নৃসংশতা চালানো আফগানিস্তান অস্পৃশ্য রাষ্ট্র বলে গণ্য হবে।”

তিনি আরও বলেন, “তালেবান আন্তর্জাতিক স্বীকৃতি চায়। আফগানিস্তানের জন্য আন্তর্জাতিক সমর্থন চায়। আরও চায় তাদের নেতারা বহির্বিশ্বে অবাধে যাতায়াত করুক, নিষেধাজ্ঞা উঠে যাক।”

“কিন্তু জোর করে দেশ দখল করা, মানুষের অধিকার লঙ্ঘন করাটা এইসব উদ্দেশ্য সিদ্ধির পথ নয়। সংঘাত শান্তিপূর্ণভাবে সমাধানের একমাত্র পথ হচ্ছে আলোচনার টেবিল। “


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin