সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ০২:২৩ অপরাহ্ন


ঝিনাইদহ পৌর মেয়র সাইদুল করিম মিন্টু করোনায় আক্রান্ত

ঝিনাইদহ পৌর মেয়র সাইদুল করিম মিন্টু করোনায় আক্রান্ত


শেয়ার বোতাম এখানে

শুভ প্রতিদিন ডেস্ক:
ঝিনাইদহ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রবিবার তার করোনার রিপোর্ট পজিটিভ এসেছে। করোনা পজিটিভ আসার পর সাইদুল করিম মিন্টু সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করেছেন তিনি।

সাইদুল করিম বলেছেন, জরুরী প্রয়োজনেও মাস্ক ছাড়া কেউ ঘর থেকে বের হবেন না। নিজে সচেতন হয়ে অন্যকে সচেতন করুন। করোনাভাইরাস পরিস্থিতির শুরু থেকেই আমি আপনাদের মঙ্গলের জন্য দিন-রাত কাজ করে গেছি। কিন্তু তারপরও মনে হচ্ছে কিছুই করতে পারলাম না।

তিনি আরও বলেন, নিজের কাছে নিজেকেই তাই অপরাধী মনে হচ্ছে। তারপরও সাধ্যানুযায়ী এই মুহূর্তে ঘরে থেকেও আমি আপনাদের জন্য কাজ করে যাওয়ার চেষ্টা করব।

সারা দেশের ন্যায় ঝিনাইদহেও করোনা আক্রান্তের সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে। আমাদের সবাইকে এখন আরো সতর্ক হতে হবে। সবাই ঘর থেকে বিনা প্রয়োজনে বের না হই। করোনা নিয়ে আতংক নয়, সচেতনতা বৃদ্ধি প্রয়োজন।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin