দুর্যোগ সহায়তা হিসেবে গরীব-অসহায়দের আধা কেজি চাল দিতে আমাদের দেশে ফটোসেশনের হিড়িক পড়ে যায়। বা একটা সাবান চার-পাঁচজন মিলে বিতরণ করে তা সোস্যাল মিডিয়ায় প্রকাশে ব্যস্ত হয়ে উঠেন সবাই। কিন্তু ব্যতিক্রম চিত্র দেখা যায় জার্মানিতে। সেখানে ফটোসেশন তো দূরে থাক, কে সহায়তা করছে বা কে নিচ্ছে তা জানার সুযোগও কারো থাকে না।
বর্তমানে জার্মানরা কঠিন একটা অবস্থার মধ্যদিয়ে দিন কাটাচ্ছে। প্রতিনিয়ত ভয়ঙ্কর হয়ে উঠছে প্রাণঘাতী করোনাভাইরাস। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ১,১০৭ জনে দাঁড়িয়েছে। আক্রান্ত প্রায় ৮৫ হাজার। দিন দিন সংক্রমণ বেড়ে যাওয়ায় লাখ লাখ মানুষের চাকরি হারানোর শঙ্কা দেখা দিয়েছে। ইউরোপীয়ান নেতাদের কপালেও শঙ্কার ভাঁজ পড়েছে। জার্মানির অর্থনীতিতে ধস নামার আশঙ্কা দেখা দিয়েছে।
সচেতন নাগরিকরা নিজের বাসার বাইরে বা বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের পাশের দেয়ালে খাবারের প্যাকেট ঝুলিয়ে দিয়ে চলে যাচ্ছেন। অসহায়দের মধ্যে যার খাদ্যের দরকার সে একটা প্যাকেট নিয়ে খিদে নিবারণ করছে। যার প্রয়োজন সে অতিরিক্ত নিচ্ছে। এখানে কোন ফটোসেশন বা সাংবাদিকের ক্যামেরার প্রয়োজন পড়ে না।
এক্ষেত্রে জার্মানদের অনুভূতি অত্যন্ত মানবিক। তারা মনে করে, কাউকে সহায়তা করতে হলে গোপনেই করতে হয়। প্রকাশ পেলে দানগ্রহণকারী ব্যক্তি হয়তো নিজেকে ছোট ভাবতে শুরু করবেন।