শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৩:০২ পূর্বাহ্ন


টাইগারদের জন্য ইংল্যান্ডে গেলো ৫০০০ চিঠি

টাইগারদের জন্য ইংল্যান্ডে গেলো ৫০০০ চিঠি


শেয়ার বোতাম এখানে

প্রতিদিন ডেস্ক :
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ শেষে রস টেইলর বলেই ফেলেন, ‘মনে হচ্ছিলো ইংল্যান্ড নয় যেনো ঢাকা বা চট্টগ্রামে খেলছি।’ বাংলাদেশ ক্রিকেট ও ক্রিকেটারদের প্রতি ভালোবাসাটা এমনই সমর্থকদের।

ইংল্যান্ডে চলা বিশ্বকাপের ১২তম আসরে বাংলাদেশের সমর্থকরা বেশ নজর কেড়েছেন। প্রতি ম্যাচের পরই বাংলাদেশ অধিনায়ক ও অন্যান্য ক্রিকেটাররা সমর্থকদের ধন্যবাদ জানাচ্ছেন। শুধু ইংল্যান্ডে বসবাস করা বাংলাদেশি সমর্থকই নয়, দেশ থেকেও অনেকেই সেখানে পৌঁছেছেন দেশকে সমর্থন দিতে। এবার এক কাণ্ড ছাড়িয়ে গেলো যেনো সব সমর্থন।

যারা ইংল্যান্ডে যেতে পারেননি, তাদের পক্ষ হতে মাশরাফি-সাকিবদের কাছে ভালোবাসা পৌঁছে দেওয়ার গুরুদায়িত্ব নিয়েছিলেন রাবেত খান নামে এক ক্রিকেট সমর্থক। বিভিন্ন স্কুল, অফিস, বন্ধু-বান্ধবের কাছ থেকে হাতে লেখা প্রায় ৫০০০ শুভকামনা জানানো চিঠি যোগাড় করে ডিএইচএলের মাধ্যমে ইংল্যান্ডে পাঠিয়ে দেন বাংলাদেশি এই ক্রিকেট ভক্ত।

প্রায় ২০ কেজি ওজনের একটি বাক্স ইংল্যান্ড পৌঁছানোর পর সেটি হয়ে পরে বাংলাদেশ শিবিরের আলোচনার বিষয়। বাক্সটি বাংলাদেশ দলের কাছে পৌঁছে দেন বিশিষ্ট ক্রিকেট সংগঠক ও কোচ শহিদুল আলম রতন।

চিঠিগুলো পাওয়ার পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন, মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম, বিসিবির অপারেশনস কমিটির পরিচালক আকরাম খান নিজেদের উচ্ছ্বাস ও আগ্রহ দমিয়ে রাখতে না পেরে কিছু চিঠি পড়ে দেখেন।

এই ৫০০০ চিঠির মধ্যে উল্লেখযোগ্য কিছু চিঠি ড্রেসিংরুমে লাগিয়ে রাখা হবে। দলের মিটিংয়ে পড়ে শোনানো হবে বেশ কিছু চিঠি, জানিয়েছেন শহিদুল আলম রতন।

এই পুরো ঘটনার নিজেই প্রকাশ করেন শহীদুল আলম রতন। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের আইডি থেকে পুরো ঘটনার বর্ণনা দেন রতন।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin