শুভ প্রতিদিন ডেস্ক:
দেশের বিভিন্ন জায়গায় বৃহস্পতি থেকে শনিবার পর্যন্ত টানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এ সময়ের পর বৃষ্টিপাত কিছুটা কম হতে পারে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংস্থাটি।
অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, ‘এখন থেকে পরবর্তী তিন দিন টানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর বৃষ্টি পড়ার প্রবণতা কমার সম্ভাবনা রয়েছে।’
তাপমাত্রা নিয়ে এ আবহাওয়াবিদ বলেন, ‘তাপমাত্রা এখন এমনিতেই কম আছে, তবে ভ্যাপসা গরম থাকবে।’
২৪ ঘণ্টার পূর্বাভাস
আবহাওয়া অধিদপ্তরের বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে।
এতে বলা হয়, রাজশাহী ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গা এবং খুলনা বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।