রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৯:২১ পূর্বাহ্ন


টুকেরবাজারে মাদরাসায় অগ্নিকাণ্ড

টুকেরবাজারে মাদরাসায় অগ্নিকাণ্ড


শেয়ার বোতাম এখানে

শুভ প্রতিদিন ডেস্ক:

সিলেট মহানগরীর টুকেরবাজার এলাকার তেমুখী পয়েন্টে জামেয়া ইসলামিয়া হযরত আবুবকর সিদ্দিক (রা.) মাদ্রাসায় অগ্নিকাণ্ড ঘটেছে।

সোমবার (২৮ মার্চ) সন্ধ্যা সোয়া ৭টার দিকে মাদরাসার একট টিনের কক্ষে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জামেয়া ইসলামিয়া হযরত আবুবকর সিদ্দিক (রা.) মাদ্রাসার টিনের একটি কক্ষে সন্ধ্যা সোয়া ৭টার দিকে হঠাৎ আগুন লেগে যায়। মুহুর্তেই আগুন ৫-৬টি কক্ষে ছড়িয়ে পড়ে।

প্রথমে মাদরাসার শিক্ষার্থী ও স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম রাত ৮টার দিকে ঘটনাস্থলে যায় এবং আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে স্থানীয়দের বক্তব্য। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে জানা যায়নি। বার্ষিক পরীক্ষার পর মাদরাসাটি বন্ধ ছিলো বলে স্থানীয় জানান।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin