শহরতলীর টুকেরবাজার টুকের বাজার এলাকার হায়দরপুর গ্রামের কাতার প্রবাসী যুবক ওমর ফারুক ফাহিম (২৪) খুনের ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন নিহতের মা।
শনিবার নিহত ফাহিমের মা আবেদা বেগম বাদি হয়ে জালালাবাদ থানায় এ হত্যা মামলা -দায়ের করেন।
মামলায় হায়দরপুর গ্রামের জগলু মিয়ার ছেলে ফাহিম আহমদকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা আরো ৩/৪ জনকে আসামি করা হয়।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওকিল উদ্দিন। আসামীদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহ আলম।
গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে টুকেরবাজার ইউনিয়নের হায়দরপুর গ্রামে সুরমা নদীর পাড়ে ওই গ্রামের মৃত আব্দুল মানিকের ছেলে ফাহিমকে কুপিয়ে হত্যা করে অজ্ঞাতনামারা।