আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা.মঈন উদ্দিনকে তার গ্রামের বাড়ীতে দাফন করা হবে। চিকিৎসকের লাশ বহনকারী এ্যাম্বুলেন্স আজ ( বুধবার) দুপুরে সিলেটের উদ্দেশ্যে ঢাকা থেকে রওয়ানা দিয়েছে।
জানা যায়,ডা. মঈনকে ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের নাদামপুর গ্রামে তাদের পারিবারিক গোরস্থানে বাবা-মায়ের পাশে দাফন করা হবে। দাফনের বিষয়টি নিশ্চিত করেছেন চিকিৎসকের ঘনিষ্টজনরা।
ঢাকার লাশ দাফনকারী প্রতিষ্ঠান আঞ্জুমান মুফিদুল ইসলামের পক্ষ থেকে ডা. মঈন উদ্দিনকে গোসল দেয়া এবং মরদেহে কাফন পরানো হয় বলেও জানা গেছে।
এর আগে ওই চিকিৎসকের লাশ ঢাকায় দাফনের সিদ্বান্ত গ্রহণ করা হলেও পরিবারের ইচ্ছায় সিদ্বান্ত পরিবর্তন হয়ে এখন গ্রামের বাড়িতে দাফনের ব্যবস্থা চুড়ান্ত করা হয়।