শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৫ অপরাহ্ন


ডিজিটাল দেশ গঠনে পুলিশের কম্পিউটার দক্ষতা বৃদ্ধি করা প্রয়োজন : গোলাম কিবরিয়া

ডিজিটাল দেশ গঠনে পুলিশের কম্পিউটার দক্ষতা বৃদ্ধি করা প্রয়োজন : গোলাম কিবরিয়া


শেয়ার বোতাম এখানে

সিলেটে নারী পুলিশ সদস্যদের কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মহানগর পুলিশের সদর দপ্তর ট্রেনিং শাখা কর্তৃক পুলিশ লাইন্স স্কুল (কম্পিউটার ল্যাব) ১৬ দিনব্যাপী ব্যাসিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়। দক্ষ প্রশিক্ষক দ্বারা ১৬ জন নারী পুলিশ সদস্যকে এ প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া বিপিএম বলেন, ডিজিটাল বাংলাদেশ গঠনে প্রতিটা পুলিশ সদস্যের কম্পিউটার দক্ষতা বৃদ্ধি করা প্রয়োজন এবং প্রশিক্ষণপ্রাপ্তরা কর্মক্ষেত্রে জনসাধারকে যাতে ডিজিটাল সেবা প্রদান করতে পারে সেই লক্ষে প্রতিনিয়ত এসএমপি’র পুলিশ সদস্যদের প্রশিক্ষণ প্রদান অব্যাহত থাকবে। পরে তিনি প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব ফয়সল মাহমুদ প্রমুখ। বিজ্ঞপ্তি


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin