সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৭ পূর্বাহ্ন


ডেঙ্গু পরিস্থিতি উন্নতির দিকে : জি এম কাদের

ডেঙ্গু পরিস্থিতি উন্নতির দিকে : জি এম কাদের


শেয়ার বোতাম এখানে

প্রতিদিন ডেস্ক
ডেঙ্গু পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেন, ‘আশা করছি খুব দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।’

আজ রোববার বেলা ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীদের দেখতে গিয়ে জি এম কাদের এ কথা বলেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘সরকার আন্তরিকভাবে কাজ করছে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায়। সরকারের আন্তরিকতার অভাব আছে বলে আমরা মনে করি না। ডেঙ্গু আক্রান্তের ভয়াবহতা এখন কমে যাচ্ছে। তবে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে এটাও বলা যাবে না। সরকারকে এদিকে আরো দৃষ্টি দিতে হবে। ডেঙ্গু রোগীর সংখ্যা আরও বাড়লে এটা হবে উদ্বেগজনক।’

জি এম কাদের বলেন, ‘সরকার ডেঙ্গু মোকাবিলায় সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, এতে সন্দেহের অবকাশ নেই। এতদিন পর্যন্ত আমরা দেখেছি প্রতিদিনই ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে, রোগী মারা যাচ্ছে। এটা যথেষ্ট উদ্বেগের কারণ ছিল। আমরা চাইব, সরকার ডেঙ্গু মোকাবিলায় আরো উদ্যোগী হোক।’

এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটন, জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা মো. নোমান মিয়া, ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক ফখরুল আহসান শাহাজাদা, জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় নেতা মোস্তফা আল মাহমুদ, জয়নাল আবেদিন, সোলায়মান সামি ও দিন ইসলাম শেখ উপস্থিত ছিলেন।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin