শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০১:২২ পূর্বাহ্ন


ঢাকাদক্ষিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আব্দুর রহিম

ঢাকাদক্ষিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আব্দুর রহিম


শেয়ার বোতাম এখানে

গোলাপগঞ্জ প্রতিনিধি:

গোলাপগঞ্জে ঢাকাদক্ষিণ জামেয়া ইসলামিয়া স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, এসএসসি’২২ পরীক্ষার্থীদের প্রবেশ পত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার প্রতিষ্ঠানের হল রুমে সহকারী শিক্ষক মাওলানা আবু আইয়ুব এর উপস্হাপনায় ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থী মাশরাফি মাহমুদ ইমনের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রিন্সিপাল মোহাম্মদ জামিল আহমদ৷ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাদক্ষিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আব্দুর রহিম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দি সিলেট ইসলামিক সোসাইটির সেক্রেটারি আব্দুস শাকুর৷

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি সিলেট ইসলামিক সোসাইটির সহ সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী, গোলাপগন্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রিন্সিপাল মোঃ তাজুল ইসলাম, ঢাকাদক্ষিণ জামেয়া ইসলামিয়া স্কুলের সভাপতি রশীদ আহমদ।আমন্ত্রিত অতিথি জামেয়া পরিচালনা কমিটির সদস্য মনির উদ্দিন, নুরুল ইসলাম, ইউপি সদস্য রেজাউল করিম রাজু,শিক্ষানুরাগী কবির আহমদ, জাবেদ আহমদ খান ছাড়াও জামেয়ার ভাইস প্রিন্সিপাল মোহাম্মদ আবুল আজাদ ও সম্মানিত সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দও উপস্থিত ছিলেন৷ বক্তাবৃন্দ জামেয়ার ব্যতিক্রমধর্মী শিক্ষা ব্যবস্হার প্রসংশা করেন৷

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন জামেয়ার মতো শিক্ষা প্রতিষ্ঠানগুলো একজন শিক্ষার্থীকে দুনিয়া ও আখিরাতের কল্যাণকর শিক্ষা প্রদান করে যাচ্ছে৷ তিনি বলেন দূর্নীতিমুক্ত সমাজ ও প্রতিষ্ঠান গড়তে ধর্মীয় ও নৈতিক শিক্ষার বিকল্প নেই এবং জামেয়া স্কুলগুলোতেই আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিকতা শিক্ষা দেয়া হয়৷

প্রধান বক্তা আব্দুস শাকুর তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের রাতে তাড়াতাড়ি শুয়ে যাওয়ার পরামর্শ দেন এবং ফজরের নামাজের পর মুক্তমনে পড়াশোনা করার কথা বলেন৷ তিনি বলেন রাত জেগে পড়াশোনা করে যারা ফজরের নামাজ পড়ে না,তারা সমাজের জন্য কল্যাণকর কিছু করতে পারে না৷


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin