শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০২:১৭ পূর্বাহ্ন


ঢাবিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহযোগিতায় শাবিপ্রবি ছাত্রলীগ

ঢাবিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহযোগিতায় শাবিপ্রবি ছাত্রলীগ


শেয়ার বোতাম এখানে

শাবিপ্রবি প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক ১ম বর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদেরকে তথ্য ও খাবার পানি এবং হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করেছে শাখা ছাত্রলীগ।

শুক্রবার সকাল থেকে পরীক্ষা সম্পন্ন হওয়া পর্যন্ত এ সহযোগিতা কার্যক্রম চালিয়ে যায় শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ।

এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা শিক্ষার্থী ও অভিভাবকদেরকে তাদের স্থায়ী তথ্যকেন্দ্র থেকে প্রয়োজনীর তথ্য সরবরাহ, স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনকরণ, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, তাৎক্ষণিক চিকিৎসা সেবা প্রদানের জন্য সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের তত্ত্বাবধানে ‘মেডিকেল ক্যাম্প’, পরীক্ষাকেন্দ্র পরিচিতির জন্য সার্বক্ষণিক সেচ্ছাসেবক নিয়োজিত, কলম ও আনুষঙ্গিক শিক্ষা উপকরণ বিতরণ, সুপেয় খাবার পানির ব্যবস্থা, শিক্ষার্থীদের ব্যবহৃত অথচ পরীক্ষা কেন্দ্রে বহন অনুপযোগী জিনিসপত্র রাখার ব্যবস্থা ও জয় বাংলা বাইক সার্ভিস।

এতে উপস্থিত ছিলেন শাবিপ্রবি ছাত্রলীগের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃখলিলুর রহমান, সাবেক উপ দপ্তর সম্পাদক সজিবুর রহমান, সাবেক উপ ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক ইমরান আহমেদ চৌধুরী, সাবেক সদস্য আশরাফ কামাল আরিফ, সাবেক উপ- গন যোগাগোগ বিষয়ক সম্পাদক,রুবেল মিয়া, ছাত্রলীগ নেতা সাব্বির হোসেন, ছাত্রলীগ নেতা তারেক হালিমী, সমাজবিজ্ঞান অনুষদের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন সরকার, বাংলা বিভাগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব সরকার, ভূতাত্ত্বিক বিভাগের সভাপতি সাজ্জাদ রাজু, মেহেদী হাসান স্বাধীন, সমাজবিজ্ঞান অনুষদের সাংগঠনিক সম্পাদক খন্দকার তানিম, লোকপ্রশাসন বিভাগ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, আশরাফুল আলম আকাশসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।
এছাড়া ‘মেডিকেল ক্যাম্প’ তত্ত্বাবধানে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ ছাত্রলীগের মো:ফিরোজ আলম ও ডা: শের শাহ।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin