জৈন্তাপুর প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুরে তামাবিল মহাসড়কে বাস মোটরসাইকেলের সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে এগারো টায় সারীঘাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম হলো শাহরিয়া (২৬)সে দরবস্ত ইউনিয়নের সরুফৌদ গ্রামের আব্দুল্লাহ এর ছেলে । তিনি পেশায় একজন ফেলুডার চালক।
স্থানীয়রা জানান, শাহরিয়া সারীঘাট বাজার হতে বাড়ি ফেরার পথে তামাবিল সড়কের পাথর ঘাট মসজিদ নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা জাফলংগামী(সিলেট-জ)১১-০৪০২ বাসের সঙ্গে মটর সাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে শাহরিয়ার মারা যান। স্হানীয়রা নিহতদের লাশ উদ্ধার করে জৈন্তাপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাহাকে মৃত ঘোষনা করেন। এ ঘঠনার পর বাসটি আটক করেছে জনতা।
জৈন্তাপুর মডেলথানার ওসি গোলাম দস্তগীর আহমদ জানান দূর্ঘটনার খবর পেয়ে ঘটনস্হলে ফোর্স পাটিয়েছি, এবং নিহতদের লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানি হাসপাতালে প্রেরন করা হবে।