শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০২:১৪ পূর্বাহ্ন


তামাবিল মহাসড়কে মাছবাহী পিকাআপ উল্টে নিহত ১: আহত ১

তামাবিল মহাসড়কে মাছবাহী পিকাআপ উল্টে নিহত ১: আহত ১


শেয়ার বোতাম এখানে

জৈন্তাপুর প্রতিনিধি:

সিলেট তামাবিল মহাসড়কের বারইকান্দী নামক স্হানে আজ রবিবার সিলেট হতে ছেড়ে আসা মাছ বাহী পিকাপ উল্টে ১ জন নিহত সহ ৩ আহত হয়। রবিবার দুপুর ১২ টার দিকে বারইকান্দি এলাকার দরবস্ত জামেয়ার সম্মুখে এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসি সুত্রে জানা যায়, গাড়ি টি মাছ বাহী ছিলো ড্রাইভার নিয়ন্ত্রন হারিয়ে সজুরে একটি গাছে ধাক্কা দেয় এতে গঠন স্হলে ১জন গুরুতর আহত সহ ৪ জন আহত হয়।
আহতদের উদ্ধার করে জৈন্তাপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।একজনের অবস্হা বেগতিক দেখে তাহাকে দ্রুত ওসমানি হাসপাতালে প্রেরন করা হলে পথিমধ্যে তার মৃত্যু হয়।

নিহতের একজন হলো আব্দুল মালিক (৩১)সে দরবস্ত ইউনিয়নের ফরফরা গ্রামের সৈয়দ আলী মিয়ার পুএ। তিনি স্হানীয় দরবস্ত বাজারের একজন মাৎস ব্যবসায়ী।

স্থানীয়রা সুএে জানা যায়, সিলেট হতে ছেড়ে আসা পিকআপ সিলেট – ছ ১১-৭৩২৫ জৈন্তাপুর মুখি যাওয়ার পথে দরবস্ত জামেয়ার সামনে নিয়ন্ত্রন হারিয়ে উল্টে গিয়ে একটি গাছে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে চারজন গরুতর আহত হয় । স্হানীয়রা আহতদের উদ্ধার করে জৈন্তাপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক একজনকে ওসমানি হাসপাতালে প্রেরন করে। এবং পথিমধ্যেই তার মৃত্যু হয়।

জৈন্তাপুর মডেলথানার ওসি গোলাম দস্তগীর আহমদ জানান দূর্ঘটনার খবর পেয়ে ঘটনস্হলে পুলিশ পাটিয়েছি, এবং আহতদের উদ্ধার করে হাসপাতাল পাটানো হয়েছে।নিহত এজনের লাশ ওসমানি হাসপাতালে ময়না তদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin