শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৬:৪৬ অপরাহ্ন


সিলেট সদর উপজেলার বলাউরা বাজারে বিএনপি নেতা আব্দুর রকিবের উপর সন্ত্রাসী হামলা

সিলেট সদর উপজেলার বলাউরা বাজারে বিএনপি নেতা আব্দুর রকিবের উপর সন্ত্রাসী হামলা


শেয়ার বোতাম এখানে

সিলেট সদর প্রতিনিধি : সিলেটের সদরে অর্তকিত সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন  উপজেলার বিএনপি নেতা মোঃ আব্দুর রকিব (৩৬) । গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বলাউরা জামে মসজিদ সংলগ্ন খলিল ভেরাইটিজ স্টোরের সামনে এ হামলার ঘটনাটি ঘটে। আহত বিএনপি নেতা জালালাবাদ থানার মোগলগাঁও ইউনিয়নের হাউসা গ্রামের মকবুল হোসেনের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি নেতা মোঃ আব্দুর রকিব রাত সাড়ে ৯টার দিকে টুকের বাজার হতে সিএনজি যোগে বাড়িতে যাওয়ার পথে বলাউরা জামে মসজিদ সংলগ্ন খলিল ভেরাইটিজ স্টোরের সামনে আসামাত্র স্থানীয় আওয়ামীলীগের চিহ্নিত সন্ত্রাসীরা তার গতিরোধ করে তার উপর উপর্যুপরি হামলা করতে থাকে। তার চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে এলে তারা পালিয়ে যায়।

এদিকে স্থানীয় আরেকটি সূত্র জানায়, আব্দুর রকিব সাবেক উপজেলা শিবির নেতা লন্ডন প্রবাসী আব্দুল বাছিতের বড় ভাই। আব্দুল বাছিত দেশে থাকতে শিবিরের রাজনীতিতে সক্রিয় ছিলেন।

হামলার শিকার মোঃ আব্দুর রকিব জানান, স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতির নেতৃত্বে পূর্ব পরিকল্পিত ভাবে আমার উপর এ সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। আমার পরিবার বিএনপি-জামাতের রাজনীতির সাথে সম্পৃত্ত থাকায় বিভিন্ন সময় আমাদেরকে সরকার দলের নেতাকর্মীদের রোষানলে পড়তে হয়। বর্তমানে আমার পুরো পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও তিনি অভিযোগ করেন।

এ ঘটনায় আব্দুর রকিবের মাতা জালালাবাদ থানায় মামলা করতে গেলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর-রশীদ আওয়ামীলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা নিতে অপারগতা প্রকাশ করেন।

এ ব্যাপারে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর-রশীদের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি মিটিং এ আছেন বলে কল কেটে দেন।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin