শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০১:৩৩ পূর্বাহ্ন


তাহিরপুরের বাদাঘাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

তাহিরপুরের বাদাঘাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি


শেয়ার বোতাম এখানে

কামাল হোসেন, তাহিরপুর:

সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত বাদাঘাট বাজারের একটি মার্কেটের ওয়েল ফুট, মাল্টি নেক্স ও জাবেদ এগ্রুফুট কোম্পানি ও একটি গার্মন্টস এর গুডাউনে আগুন লাগে ভূষিভুত হয়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতির হয়েছে। এ ঘটনাটি ঘটেছে গতকাল (১ সেপ্টেম্বর বুধবার) দিবগত রাত ১২ টার সময় বাদাঘাট বাজারে চাল পট্রি নামক এলাকায়। এ দিকে আজ (২ সেপ্টেম্বর) বৃহস্পতিবার আগুন লাগার ঘটনার স্থল পরিদর্শন করেন উত্তর বড়দল ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আবুল কাশেম।
তবে আগুনের সুত্রপাত কিভাবে হয়েছে তা এখনো জানেননি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও বাজার বাসীগণ।

বাজারের ব্যবসায়ীরা জানান, রাত ১২ টার দিকে হঠাৎ করে চাল পট্টির একটি মার্কেটের ভেতর থাকা ওয়েল ফুট, মাল্টি নেক্স ও জাবেদ এগ্রুফুট কোম্পানির ডিলার মোঃ জাহের মিয়ার গোডাউনে আগুন লাগে। পরে ওই গোডাউনে পাশে থাকা ফুল মিয়ার গার্মন্টসের গুডাউন ও মনিরে মোদি মালের গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে।

পরে স্থানীয় ব্যবসায়ীরা আগুন লাগার ঘটনাটি টের পয়। পরে তাদের ডাক চিৎকারে আশপাশের স্থানীয় বাসিন্দারাও এসে আগুন নিবানোর চেষ্টা করে। তাদের প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর রাত দেড়টড় দিকে আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে আগুনের লেলিহান শিখায় ৩ টি গোডাউনের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে আগুনে পুড়ে গিয়ে ওই ৩ ব্যবসায়ীর প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতির হয়।

বাদাঘাট বণিক সমিতির সভাপতি সেলিম হায়দার জানান, গভীর রাতে বাজারে ৩ গুদামে আগুন লেগে। পরে স্থানীয় লোকজন ও ব্যবসায়ীদের আপ্রাণ চেষ্টায় প্রায় ঘন্টা দেড়েক পর নিবাতে সক্ষম হয় । যতি এ বাজারে ফায়ার সার্ভিস স্টেশন থাকতো তা হলে আমাদের এই ক্ষতি দেখতে হতোনা।

বাদাঘাট বণিক সাধারণ সম্পাদক মোঃ মাদুক মিয়া জানান, সুনামগঞ্জের পর পল্লী অঞ্চলের সবচেয়ে বড় বাজার আমাদের এই বাদাঘাট বাজার। এই বাজারে প্রায় ৪ হাজার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো এতবড় একটি বাজারে আগুন নিবারক কোন যন্ত্র বা ফায়ার সার্ভিস স্টেশন থাকায় প্রায়ই বাজারে আগুন লাগে অনেক ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গিয়ে ব্যপক ক্ষয়ক্ষতির হয়। আমি সরকারের উর্ধতন কর্তৃপক্ষে সু দূষ্ঠি কামনা করছি অচিরেই এই বাজারে একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করার জন্য।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin