শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ১২:৫০ পূর্বাহ্ন


তাহিরপুরে অধিবাসী কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে ২ যুবক আটক

তাহিরপুরে অধিবাসী কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে ২ যুবক আটক


শেয়ার বোতাম এখানে

তাহিরপুর প্রতিনিধি:

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় আধিবাসী এক কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে গ্রামবাসী দুইজনকে আটকের পর পুলিশের কাছে তুলে দেয়।

এ ঘটনাটি ঘটেছে আজ (২৪ জুন শুক্রবার) দুপুরে তাহিরপুর উপজেলার সীমান্ত সংলগ্ন ভিকটিমের বাড়ীতে।

আটককৃত দুই যুবক উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের চাঁনপুর গ্রামের আবুবকরের ছেলে আলমগীর (২৮) এবং একই গ্রামের মর্তুজ আলীর ছেলে মরম আলী (২৭)।

পুলিশ ও ভিকটিম পরিবারের সূত্রে জানা যায়, শুক্রবার(২৪ জুন) দুপুর ২ টার দিকে আধিবাসী এক কিশোরী নিজ বাড়ীতে এক বসে ছিলেন। এসময় হঠাৎ আলমগীর ও মরম আলী কিশোরীর বাড়িতে যায়। বাড়িতে কিশোরীকে এক পেয়ে এ সুযোগে দুই বখাটে ঘরে ডুকে ওই কিশোরীকে ঝাপিয়ে ধরে। পরে কিশোরী চিৎকার দিলে পাশের বাড়িতে থাকা লোকজন এসে ওই কিশোরীকে উদ্ধার করে। বখাটে আলমগীর ও মরম আলীকে আটক করে বেঁধে রেখে পুলিশে খবর দেয়। সংবাদ পেয়ে বিকাল ৬ টার দিকে তাহিরপুর থান পুলিশ ঘটনাস্থলে গেলে আদিবাসী লোকজন বখাটে ওই দুই যুবককে পুলিশের কাছে হস্তান্তর করে।

স্থানীয় ইউপি সদস্য কপিল উদ্দিন বলেন, এমন একটি ঘটনা শুনেছি, বিষয় বস্তু জানার জন্য ভিকটিমের বাড়িতে যাচ্ছি।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল লতিফ তরফদার বলেন, সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুইজনকে আটক করেছে। ভিকটিম পরিবারের অভিযোগের পেক্ষিত্বে আটকৃতদের বিরোদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin