শুভ প্রতিদিন ডেস্ক:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার নিলাদ্রী লেকের (শহীদ সিরাজ লেক) পানিতে ডুবে রাগীব আহমেদ সায়েম (২২) নামে এক যুবক নিহত হয়েছে। তিনি এমআইএসটির (মিলিটারি ইনস্টিটিউট অফ সাইন্স এন্ড টেকনোলজি)২য় বর্ষের ছাত্র। তার বাড়ি রাজধানী ঢাকা মিরপুর পশ্চিম কাজীপারা এলাকার বাসিন্দা।
তার বাবার নাম ফরহাদ আহমেদ।বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা উত্তর শ্রীপুর ইউনিয়ন শহীদ সিরাজ লেকে দুর্ঘটনা ঘটে।নিহতের বন্ধু মেহেদি হাসান শুভ, আল শাহরিয়ার জানান, আমরা গতকাল বুধবার রাতে ১৮জনকে নিয়ে টাংগুয়ার হাওর ঘুরে টেকেরঘাট চুনাপাথর খনিজ প্রকল্প এলাকায় অবস্থান করি।
আজ বৃহস্পতিবার বিকেল ৪ টা ৪৫ মিনিটে সবাই গোসল করে পাড়ে উঠতে যাওয়ার পর রাগীব লেকের পারে বসা তাকা অবস্থায় একটি নৌকা ধাক্কা লেগে গেলে পানিতে ডুবে যায়। এরপর প্রায় ১৫ মিনিট পর থাকে তুলে দ্রুত তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক থাকে মৃত ঘোষণা করেন।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দায়িত্ব থাকা ডাক্তার নিলুফার জানান, আমাদের কাছে বিকেল ৫টা ৪০ মিনিটে নিয়ে আসে। কিন্তু এর পূর্বেই সে মারা যায়।তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল লতিফ তরফদার এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।