কামাল হোসেন,তাহিরপুর থাকে:
গত দুই বছর করোনা কালীন সময়ে বন্ধ থাকার পর এবার সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় অনুষ্ঠিত যাদুকাটা নদীর তীর প্রাচীন এই ঐতিহ্যবাহী অদ্বৈত আচার্য প্রভুর পণর্তীথধামের মহাবারুণী মেলা- গঙ্গাস্নান ও হযরত শাহ আরেফিন (রঃ) এর ওরস উৎসব স্থলে পুণ্যার্তীদের ঢল নেমেছে। জানাযায়, ১৫১৬ খ্রিস্টাব্দ থেকে শুরু হওয়া হিন্দু-মুসলমান দুই ধর্মের সাম্প্রতিক সম্প্রীতি মেলবন্ধনের ৩ দিনব্যাপী এই উৎসব ২৯ মার্চ মঙ্গলবার সকাল থেকে শুরু হয়ে শেষ হবে ৩১ মার্চ শুক্রবার সকালে। প্রাচীন এই উৎসব ৩দিনব্যাপী হলেও চলে সপ্তাহব্যাপী।
প্রতিবছর চৈত্র মাসে মধুকৃষ্ণা ত্রয়োদেশী তিথিতে সনাতন ধর্মালম্বী হিন্দু সম্প্রদায়ের মহাবিষ্ণুর অবতার শ্রীল অদ্বৈত আচার্য প্রভুর জন্মধাম লাউড় রাজ্যের নবগ্রাম রাজারগাঁও আখড়া বাড়ি সংলগ্ন যাদুকাটা নদীর তীরে স্থানীয় পুণ্যার্থী সহ দেশ-বিদেশের লাখ লাখ পুণ্যার্থীরা প্রার্থনা শেষে যাদুকাটা নদীর জলে পুন্যস্নান করে তাদের জীবনের পাপ মুক্তি আর ভগবানের কৃপা লাভে। এবছর মহা-বারুণী মেলা গঙ্গাস্নানের মূখ্য সময় আজ ৩০ মার্চ বুধবার সকাল ৬ টা ৬ মিনিট ৯ সেকেন্ড থেকে ১১টা ২৩ মিনিট ৫ সেকেন্ডের মধ্যে মধুকৃষ্ণা ত্রয়োদেশী তিথির শতভিষানক্ষত্র। যারফলে সকাল থেকেই দেশ বিদেশের লাখ লাখ পুণ্যার্থীরা যাদুকাটা নদীর পূর্ব ও পশ্চিম তীরে সমবেত হয়ে গঙ্গাস্নানে ব্যস্ত থাকেন।
অপরদিকে একই সময়ে লাউড়েরগড় সীমান্তের যাদুকাটা নদীর উৎস্য মুখ ভারতের মেঘালয় সীমান্তের জিরো পয়েন্ট এলাকায় হযরত শাহ আরেফিন(রঃ) আস্তানায় মঙ্গলবার রাত থেকেই ওরস শরিফ শুরু হয়ে তা চলবো আগামী তিনদিন ৩১ মার্চ সকালে আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হয়ে। এ উৎসব দুটিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্ত হতে লাখ লাখ পুন্যার্থী ও ভক্তবৃন্দ, পাগল-ফকির ও আশেখানরা কয়েকদিন পূর্ব থেকে এসে অদ্বৈত আচার্য প্রভুর জন্মধাম লাউড় রাজ্যের নবগ্রাম রাজারগাঁও আখড়া বাড়ি, নদীর পশ্চিম পাড় গরকাঠি ইস্কন মন্দি ও সৎসঙ্গ প্রার্থনা কেন্দ্র মন্দিরসহ ভিড় জমিয়েছেন যাদুকাটা নদীর তীর ও সংশ্লিষ্ট আশ পাশের গ্রাম, স্থানীয় হাটবাজার ও শাহ আরেফিন মোকাম আস্তানায় এলাকা এবং আশপাশের গ্রামগুলোতে।
অদ্বৈত আচার্য প্রভুর জন্মধাম রাজারগাও আখড়া বাড়ি সংস্কার ও গঙ্গাস্নান উদযাপন কমিটির সভাপতি ও তাহিরপুর উপজেলার চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরীর বাবুল জানান,
মাহা-বারুণী মেলা গঙ্গাস্নান কেন্দ্র যাদুকটার তীরে লাখো পুন্যার্থী ও ভক্তবৃন্দের সমাগম হয়েছে। মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথি এ সময়ের মধ্যে পুন্যস্নান করবেন দেশে বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পুন্যার্থীরা।
হযরত শাহ আরেফিন (রঃ) মোকাম ও ওরস উদযাপন কমিটির সদস্য সচিব সাংবাদিক আলম সাব্বির জানান, মুসলিম ও হিন্দু এই দুই ধর্মের দুই আধ্যাত্মিক সাধক শাহ আরেফিন (রঃ) ওরস ও অদ্বৈত আর্চাযর গঙ্গাস্নান কে কেন্দ্র করে ধর্মীয় সম্প্রীতির মিলনমেলা প্রাচীন কাল থেকে অনুষ্ঠিত হয়েছে আসছে। এখানে কেউ এসেছেন অস্তি নিয়ে, কেউ পুন্যের আশায়, আবার কেউ আসেন মানত নিয়ে মনোবাসনার ইচ্ছে পূরণ করায়।
মহা-বারুণী মেলা গঙ্গাস্নান যাত্রার সূচনাঃ
সনাতন ধর্মাবলম্বী একাধিক লোকজন ও পুরোহিতদের সাথে কথা বলে জানা যায়, কথিত রয়েছে ১৫১৬ খ্রিস্টাব্দে অদ্বৈত প্রভুর বয়স যখন ৭ বছর তখন তার মা লাভা দেবী স্বপ্ন দেখেন যে তিনি গঙ্গাস্নান করেন এবং তার ক্রোড়স্থ শিশুটি শুভচক্রে গদা পদ্মধারী মহাবিষ্ণু। মাতা লাভাদেবী অনেক চিন্তা ভাবনা করে তার পুত্র অদ্বৈত আচার্যকে সকল স্বপ্ন খুলে বললেন। মায়ের সব কথা শুনে অদ্বৈত আচার্য চিন্তা করলেন এই বৃদ্ধ অবস্থায় মাকে এত দূর নিয়ে গঙ্গাস্নান করানো সম্ভব নয়। এ অবস্থায় অদ্বৈত আচার্য প্রতিজ্ঞা করলেন ‘সপ্ত তীর্থ আমি হেথায় করিবো স্থানপ’। তিনি বৃদ্ধা মায়ের অভিলাষ পুরনে যুগ সাধনা বলে মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে পৃথিবীর সপ্ত তীর্থকে আহব্বান করে রেণুকা (নর্তমানে যাদুকাটা) নদীর জলের ধারায় সপ্ত তীর্থের জলকে একত্রিত করে প্রবাহিত করেছিলেন। এবং সেই জলে অদ্বৈত আর্চায মা লাভা দেবী গঙ্গাস্নান করে তার মনোবাসনা পূর্ণ করেন। সেই থেক এখনো প্রতি বছর মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে সপ্ত তীর্থের জল একত্রিত হয়ে যাদুকাটা নদীর জলের ধারায় প্রবাহিত হয় বলে বিশ্বাস করেন সনাতন ধর্মালম্বীর লোকজন। তাই বছরের এ সময়টাতে পুন্যস্নানের আশায় লাখো লাখো পুণ্যার্থী সমাগম ঘঠে এই যাদুকাটার তীরে।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস বৈষ্ণব ধর্মের প্রবর্তক চৈতন্য দেবের সহচরদের অন্যতম অদ্বৈতাচার্য মহাপ্রভুর সাধনার ফলেই যাদুকাটা নদীতে সপ্ততীর্থের সমাগম হয়েছিল। আর এ থেকেই যুগ যুগ ধরে পূণ্যলাভের আশায় সনাতন ধর্মালম্বীর লোকজন যাদুকাটায় পুন্যস্নান করে থাকেন।
সুদুর অতীতকাল থেকে এখন পর্যন্ত প্রতি বছর পুন্যাতীর্থ মেলার সাথে সামঞ্জস্য রেখে একই সময়ে হযরত শাহ আরেফিন (রঃ) আস্তানায় ওরস উদযাপন হয়ে থাকে। যারফলে একই সময়ে অগুনতি বাউল ফকির, সাধক, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই আসেন হযরত শাহ আরেফিন (র.) এর স্মৃতি বিজড়িত স্থান দেখার জন্য। প্রতি বছর শাহ আরেফিন (রঃ) ওরস শরিফ কে কেন্দ্র করে লক্ষাধিক ভক্ত আশেকান ও পাগল-ফকিরের সমাগম ঘটে এবং প্রানবন্ত হয়ে ওঠে ওরস ও শাহ আরেফিন( রঃ) আস্তানা স্থল।
প্রকৃত পক্ষে হযরত শাহ আরেফিনের (র.) মোকাম সীমান্তের ওপারে ভারতের মেঘালয় পাহাড়ে অবস্থিত। সাধারণ দর্শনার্থীরা আসেন শাহ আরেফিনের স্মৃতি বিজড়িত বাংলাদেশ আস্তানায় এবং সেখান থেকেই একবার চোখ দিয়ে পরখ করে নেন অদূরে ভারতের মেঘালয় পাহাড়ে অবস্থিত শাহ আরেফিনের আস্তানার স্মৃতি চিহ্ন দিকে। কেউ আসেন মানত নিয়ে আবার কেউ দোয়া নেন কেউবা মোকাম জিয়ারত করে চলে যান। এভাবেই বছরের পর বছর এ দু’উৎসবকে কেন্দ্র করে দু’ধর্মাবলম্বীদের মেলবন্ধন বসে যাদুকাটায়।