মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৩:৩০ অপরাহ্ন


তাহিরপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

তাহিরপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত


শেয়ার বোতাম এখানে

প্রতিনিধি তাহিরপুর:

সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। আজ
১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস। এ উপলক্ষে তাহিরপুর উপজেলা আ,লীগের উদ্যোগে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন,আলোচনা সভা ও দোয়া মাহফিলসহ নানান অনুষ্ঠানে আয়োজন করে।

রবিবার(১৫,আগষ্ট) সকালে উপজেলা পরিষদ সংলগ্ন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরালে বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। পরে উপজেলা আ,লীগের দলীয় কায্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা আ,লীগের সভাপতি আবুল হোসেন খাঁনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন,উপজেলস আ,লীগের সহ সভাপতি আলী মর্তুজা,সাধারণ সম্পাদক অমল কান্তি কর, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম,
শফিকুল ইসলাম,দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ন বৈশাখ,সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম,সদস্য লাক সাব,হুমায়ুন কবির,আব্দুল হাই কালা চাঁন,সদর ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি মইনুল হক,সেচ্ছাসেবক লীগের সভাপতি সুশেন বর্মন,যুবলীগ নেতা আবুল কাশেম,কৃষি লীগের যুগ্ম আহবায়ক রাসেল,শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি,মহিলা যুবলীগ সভাপতি আইরিন বেগম,যুগ্ম আহবায়ক রেবা আক্তার প্রমুখ।

অপরদিকে একই সময়ে বাংলাদেশ আওয়ামী লীগ ও সকল অঙ্গ সংগঠন, মুক্তিযোদ্ধা কমান্ড বাদাঘাট ইউনিয়ন শাখা আয়োজনে বাদাঘাট বাজারের ইউনিয়ন আওয়ামী লীগের অফিসে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজ্বী মোশাররফ হোসেন তালুকদারের সভাপতিত্বে ও বাদাঘাট ইউনিয়ন যুবলীগ সভাপতি সেলিম হায়দারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাদাঘাট ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ জুনাব আলী, আওয়ামী লীগ নেতা নুর ইসলাম মাষ্টার, জুলহাস মুল্লিক প্রমুখ।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin