তাহিরপুর প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার লাউড়েরগড় সীমান্তে ৭ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবির লাউড়েরগড় সদস্যরা। আটককৃত যুবকের নাম নুরুল হক (২৪)। সে উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের মোদেরগাঁও গ্রামের সোবহান মিয়া ওরুপে সোবহান সরদারের ছেলে।
বিজিবি সূত্রে জানাযায়, আজ (৬ সেপ্টেম্বর সোমবার) সকল ১১টায় ওই যুবক নুরুল হক ইয়াব নিয়ে মোটরসাইকেল যোগে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে লাউড়েরগড় বিওপির হাবিলদার মোঃ রুহুল আমিন এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১২০৩/৪-এস এর এলাকার তাহিরপুর উপজেলার ৫নং বাধাঁঘাট ইউনিয়নের লাউরগড় গ্রামস্থ স্থান থেকে মোটরসাইকেল সহ মোঃ নুরুল হক বিজিবি সদস্যরা। পরে বিজিবি তার দেহ তল্লাশি করে ৭পিস ইয়াবা উদ্ধার করে। আটককৃত মালামালের সিজার মূল্য ইয়াবা মোটর সাইকেল মূল্য ১ লক্ষ ৮২ হাজার ১০০ টাকা।
সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক তসলিম এহসান, পিএসসি এর সত্যতা নিশ্চিত করে বলেন,
বর্ণিত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাহিরপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।