সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকা থেকে ১৬৮ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ আটক করেছে বর্ডারগাট বিজিবি। যার বাজার মূল্য প্রায় ২ লাখ ৫২ হাজার টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিত্বে বীরেন্দ্রনগর বিজিবি ক্যাম্পের একটি টহল উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী লামাকাটা নামক স্থান থেকে পরিত্যাক্ত অবস্থায় এসব ভারতীয় মদ আটক করে।