সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০৮:৫৬ অপরাহ্ন


তাহিরপুর সীমান্তে ২ লাখ টাকার ভারতীয় কয়লা,মদ ও বারকী নৌকা আটক

তাহিরপুর সীমান্তে ২ লাখ টাকার ভারতীয় কয়লা,মদ ও বারকী নৌকা আটক


শেয়ার বোতাম এখানে

তাহিরপুর প্রতিনিধি:

সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার লাউড়েরগড়, চারাগাঁও ও টেকেরঘাট সীমান্ত এবং দোয়ারাবাজার উপজেলার বাগানবাড়ী সীমান্ত এলাকা দিয়ে রাতের আঁধারে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে আসা ২ লাখ ১৬ হাজার ৭৫০ টাকার ভারতীয় মদ, এলসির কয়লা এবং বারকী নৌকা আটক করেছে সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবি সদস্যরা।

বিজিবি ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানাযায়, জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় গ্রামের মুল্লিকের ছেলে বিজিবির সোর্স পরিচয়ধারী বায়জিদ(২৫) এর নেতৃত্বে শাহিদাবাদ গ্রামের আকবর আলীর ছেলে চোরাচালানকারী শহিদ মিয়া(৩৮) লাউড়েরগড় সীমান্তের সীমান্ত পিলার ১২০৩ এলাকার যাদুকাটা নদী দিয়ে রাতের আঁধারে চোরাচালানের মাধ্যমে ভারতীয় এলসির কয়লা নৌকা যোগে নিয়ে আসার সময় গোপন সংবাদের ভিত্তিতে লাউরগড় বিওপির একটি টহল দল আজ (৫ অক্টোবর মঙ্গলবার) ভোর রাত সাড়ে ৩টার সময় ১,০০০ কেজি(৫০ বস্তা) ভারতীয় কয়লাসহ ১টি বারকী নৌকা আটক করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানকারী শহিদ মিয়া নৌকা ও কয়লা রেখে নদীতে ঝাপ নিয়ে পালিয়ে যায়। আটককৃত কয়লা ও নৌকা মূল্য ৬৩ হাজার টাকা।

এদিকে আজ ভোর রাতে বড়ছড়া গ্রামের বিজিবির সোর্স ইছাকের নেতৃত্বে ট্যাকেরঘাটের সীমান্তের সীমান্ত পিলার ১১৯৮/৪-এস এলাকা দিয়ে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে ভারতীয় এলসির কয়লা বাংলাদেশে পাচারের সময় গোপন সংবাদের ভিত্তিতে ট্যাকেরঘাটের বিওপির একটি টহল দল ভোর রাত সাড়ে ৪ টায় ৭৫০ কেজি কয়লা আটক করে। যার মূল্য ৯ হাজার ৭৫০ টাকা।

এদিকে রাত ২ টার সময় চারাগাঁও বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১১৯৫/৩-এস এলাকার উপজেলার ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের চারাগাঁও নামক স্থান থেকে ৫০ বোতল ভারতীয় মদ আটক করে। যার মূল্য ৭৫ হাজার টাকা।
এবং আজ ১ টায় দোয়ারাবাজার উপজেলার বাগানবাড়ী বিওপির টহল সীমান্ত পিলার ১২২৬/৪-এস এলাকা দিয়ে ভারতীয় মদ পাচারের সময় অভিযান চালিয়ে উপজেলার ৮নং বোগলাবাজার ইউনিয়নের মোকামবাড়ী নামক স্থান থেকে ৪৬ বোতল ভারতীয় মদ আটক করে। যার মূল্য ৬৯ হাজার টাকা।
স্থানীয়দের অভিযোগ বিজিবির চোখ ফাঁকি দিয়ে প্রতি রাতেই তাহিরপুর উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে বিজিবির সোর্স পরিচয়ধারী লাইনম্যানদের ছত্রছায়ায় আসছে শতশত বস্তা ভারতীয় এলসির চোরাই কয়লা, মাদ,গাঁজা, কাঠ, ভারতীয় চিনি বিভিন্ন ভারতীয় পণ্যের সামগ্রী। কিন্তু বিজিবি সদস্যরা প্রতিদিনই সীমান্তের বিভিন্ন পয়েন্ট অভিযান চালিয়ে সীমান্তের ওপাড় থেকে চোরাচালানের মাধ্যমে আসা লাখ লাখ টাকার ভারতীয় কয়লা, মদ,গাঁজাসহ বিভিন্ন পণ্যের আটক করলেও থেমে নেই চোরাচালান। এ ব্যাপারে কয়লা চোরাচালানকারী শহীদ ও ইছাকের বক্তব্য জানতে তাদের মোবাইল ফোনে একাদিকবার কল করলেও কল রিসিভ না করায় তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।

এর সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক তসলিম এহসান, পিএসসি বলেন, আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয় এবং কয়লা ও বারকী নৌকা শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin