শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৭:২৮ অপরাহ্ন


তিন শতাধিক পরিবারে আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

তিন শতাধিক পরিবারে আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ


শেয়ার বোতাম এখানে

ডেস্ক রিপোর্ট: করোনাভাইরাসের কারণে ঘরবন্দি হয়ে অসহায়পড়া সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও এবং বরইকান্দি ইউনিয়নের তিন শতাধিক পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করেছে আব্দুর রাজ্জাক ফাউন্ডেশন।

 

মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় রাজ্জাক কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ এন্ড ভাই ভাই ফুড প্রোডাক্টসের মালিক বিশিষ্ট শিল্পপতি, সিলেট মহানগরের ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ আব্দুর রাজ্জাকের পরিবারের আর্থিক সহায়তায় চতুর্থধাপে উপজেলার দুটি ইউনিয়নে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণ করা খাদ্যসামগ্রীর প্রতি প্যাকেটে ৫ কেজি চাল, ২ কেজি পেঁয়াজ, দুই কজি আলু, এক লিটার সয়াবিন তেল ও এক কেজি করে মশুর ডাল দেওয়া হয়েছে।

মরহুম আব্দুর রাজ্জাকের বড় ছেলে সিলেট মহানগরের ১৩ ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ফখরুল হাসান ও ছোট ছেলে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সিলেট মহানগর শাখার সহসভাপতি, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. রকিবুল হাসান জুয়েল এসব খাদ্যসামগ্রী দুস্তদের হাতে তুলে দেন।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin