বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩১ পূর্বাহ্ন


তিলপাড়া ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউকে’র ইফতার ও দোয়া মাহফিল

তিলপাড়া ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউকে’র ইফতার ও দোয়া মাহফিল


শেয়ার বোতাম এখানে

শুভ প্রতিদিন ডেস্ক:

তিলপাড়া ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউকে’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে
সোমবার (১৮ এপ্রিল) বিকেলে লন্ডন হোয়াটচ্যাপেলের বারাকা ইটারি রেস্টুরেন্টে মহতি এ আয়োজনে সেখানে বসবাসরত বিপুল সংখ্যক তিলপাড়া ইউনিয়নের কমিউনিটি নেতারা উপস্থিত ছিলেন।

ট্রাস্টের সভাপতি আব্দুল আলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুবের আহমদ এর পরিচালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন লন্ডন টাওয়ার হ্যামলেটসের স্পিকার আহবাব হোসেন, বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক কাউন্সিলর মামুন রশীদ, প্রগতি এডুকেশন ট্রাস্টের জয়েন্ট সেক্রেটারি মাহমুদ হোসেন সেলিম, মাথিউরা উন্নয়ন সংস্থা ইউকে’র সাবেক সাধারণ সম্পাদক ইকবাল আহমদ। বক্তব্য রাখেন সংগঠনের ট্রেজারার মাছুম আল হাবিব।

এ সময় আধুনিক স্থাপত্যে নির্মিতব্য ইনাম জামে মসজিদ পুনঃনির্মাণ কাজের জন্য ফান্ড রাইজিং করা হয়।

পাশাপাশি উপস্থিত নেতৃবৃন্দ, দেশে কিংবা বিদেশে কমিউনিটির যেকোন প্রয়োজনে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার পুনব্যক্ত করেন।

এছাড়া গত মার্চ মাসে দেশে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তিলপাড়া ইউনিয়নের স্কুল-মাদ্রাসার শতাধিক মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করায় সংগঠনের কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করা হয়।

এদিকে, ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সমিতির কার্যকরি কমিটির সদস্য সাদ উদ্দিন, নুর উদ্দিন, মুসলিম উদ্দিন, ফয়জুর রহমান, গিয়াস উদ্দিন, কবির হোসেন, সহ সভাপতি এমদাদুল হক নওয়াজ, সহ সাধারণ সম্পাদক সামছুল আলম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলতাফ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল ওয়াসিম রিপন, দপ্তর সম্পাদক তারেক আহমদ, বৈদেশিক সম্পাদক ইমরান আহমদ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রেদওয়ান আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জামাল আহমদ, তাজ উদ্দিন টিপু, জাকির হোসেন, নাহিদুর রহমান প্রমুখ।

ইফতারের পূর্বমুহূর্তে দোয়া পরিচালনা করেন মাওলানা ইকবাল বিন হাছিব।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin