শুভ প্রতিদিন ডেস্ক:
মহামারী করোনাভাইরাসে বিশ্ব যখন আতঙ্কিত। সেই সময় হাল্কা সস্তি মিলছে কয়েকটা দেশে। থাইল্যান্ডে বুধবার কোন কোভিড-১৯ রোগি শনাক্ত হয়নি। গত ৯ মার্চের পরে নতুন করে কেউ করোনায় আক্রান্ত না হওয়ার ঘটনা এই প্রথম।
এদিকে, দুবাই পাবলিক পার্ক ও বিনোদন কেন্দ্রগুলো খুলে দিয়েছে। পাশাপাশি, ইউরোপের প্রথম দেশ হিসাবে সীমান্ত খুলে দেয়ার ঘোষণা দিয়েছে জার্মানি। থাই সরকার অর্থনীতি বাঁচানোর জন্য লকডাউন আরও শিথিলের পরিকল্পনা করছে।
কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় সরকার নিয়োজিত কেন্দ্রীয় কমিটির মুখপাত্র তাইউসিন উইসানয়োথিন বলেন, ‘আমরা সকলেই স্বস্তি পেতে পারি তবে আত্মতুষ্ট হতে পারি না।’ তিনি বলেন, ‘আমাদের সতর্কতা অব্যাহত রাখা দরকার। হাত ধোয়া, সামাজিক দূরত্ব অনুশীলন করা এবং মাস্ক পরতে হবে।’