শুভ প্রতিদিন ডেস্ক::: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলেট সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ডের দক্ষিণ কুশিঘাট উদয়ন সমাজ কল্যাণ সংঘ কর্তৃক আয়োজিত সরকারী বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত দক্ষিণ কুশিঘাটের সফল শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত ১৪ সেপ্টেম্বর শুক্রবার বিকালে দক্ষিণ কুশিঘাট আহাদ মিয়ার বাড়ীতে রুহেল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে সভাপত্বি করেন দক্ষিণ কুশিঘাট উদয়ন সমাজ কল্যাণ সংঘের সভাপতি জনাব সুহেল আহমদ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর. টি. এন ডঃ এম. শহিদুল ইসলাম (এডঃ), সহকারী অধ্যক্ষ, সিলেট মেট্রোপলিটন ‘ল’ কলেজ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মামুনুর রশিদ মামুন, প্রভাষক, সিলেট মেট্রোপলিটন ‘ল’ কলেজ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোবারক হোসেন টিপু ।এর পর আমন্ত্রিত অতিথিকে ফুল দিয়ে বরণ করে সংগঠনের সদস্য আমিন আহমদ ও রাজন আহমদ। অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন সংগঠনের সভাপতি জনাব সুহেল আহমদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন জনাব জাফরুল ইসলাম জনি, সাধারণ সম্পাদক, উদয়ন সমাজ কল্যাণ সংঘ।
সংবর্ধিত ব্যক্তিবর্গের মধ্যে বক্তব্য রাখেন, জনাব মফিজুর রহমান মুরাদ, সহকারী শিক্ষক জাঁনআলী শাহ্ সরকারী প্রাথমিক বিদ্যালয়, জনাবা নাসরিন সুলতানা, অফিস সহকারী, জেলা প্রশাসকের কার্যালয়, সিলেট, জনাব মোবারক হোসেন টিপু, ক্যাশিয়ার, পানি উন্নয়ন বোর্ড, সিলেট, জনাব মাহবুব আলম- ৩৭ তম বিসিএস প্রশাসন, ক্যাডার।
ছাত্র/ছাত্রীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথি আর. টি. এন ডঃ এম. শহিদুল ইসলাম (এডঃ), সহকারী অধ্যক্ষ, সিলেট মেট্রোপলিটন ‘ল’ কলেজ।
অনুষ্ঠানে ১৭ জন ব্যক্তিবর্গকে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়। তারা হলেন, জনাব মাহবুব আলম- ৩৭ তম বিসিএস প্রশাসন, ক্যাডার, জনাব মফিজুর রহমান মুরাদ, সহকারী শিক্ষক জাঁনআলী শাহ্ সরকারী প্রাথমিক বিদ্যালয়, জনাব কয়েস আহমদ, সিনিয়র অফিসার, এফ.আই.ভি.ডি.বি, জনাব সুহেল আহমদ, বিভাগীয় ম্যনেজার, আর. এ. কে পেইন্টস, সিলেট, জনাবা নাসরিন সুলতানা, অফিস সহকারী, জেলা প্রশাসকের কার্যালয়, সিলেট।
৬। জনাব রাসেল আহমদ, সহকারী শিক্ষক, কনকলস সরকারী প্রাথমিক বিদ্যালয় সরকারী প্রাথমিক বিদ্যালয়, বিয়ানীবাজার, সিলেট, জনাব মোবারক হোসেন টিপু, ক্যাশিয়ার, পানি উন্নয়ন বোর্ড, সিলেট, জনাব আলী আকবর খোকন, উপ-সহকারী প্রকৌশলী, আমেরিকান ইন্টারন্যশনাল কন্সট্রাকশন কোম্পানী, দোহা, কাতার, জাফরুল ইসলাম জনি, আইনজীবি শিক্ষানবিশ, সিলেট জজ কোর্ট, জনাব তালাল আহমদ, উপ-সহকারী প্রকৌশলী, তারানা সিএনজি পাম্প, জনাবা এইচ. এ লিজা, আইনজীবি (শিক্ষানবিস), সিলেট জজ কোর্ট, আসমা আক্তার পারভিন, প্রধান শিক্ষক, টেকনিক্যাল আরবান স্লাম আনন্দ স্কুল, জনাবা আইরিন সুলতানা, সহঃ শিক্ষক, আবেয়া খানম ব্রিলিয়্যান্স কেয়ার, জনাবা সামিলা খানম মিলি, সহঃ শিক্ষক, মোল্লারচক সরকারী প্রাথমিক বিদ্যালয়, জনাব নজরুল ইসলাম, সাংবাদিক, দক্ষিণ সুরমা প্রতিনিধি, সিলেটের সকাল ডটকম, জনাবা ফাহিমা হক জেবা, সহকারী শিক্ষক, মেট্রোপলিটন প্রি-ক্যাডেট একাডেমী, জনাবা হালিমা বেগম, শিক্ষানবিস এমবিবিএস, সিলেট ওমেন্স মেডিক্যাল কলেজ।
স্থানীয় মুরব্বীয়ানদের মধ্যে উপস্থিত ছিলেন, মাহবুব হোসেন (মবু), নিজাম উদ্দিন (ইরান), কুনু মিয়া, শাহিন আহমদ, দিপু আহমদ, রানা আহমদ, রাসেল আহমদ, মোস্তাক আহমদ, মোঃ আলী হোসেন, দিলাল আহমদ।
দক্ষিণ কুশিঘাট উদয়ন সমাজ কল্যাণ সংঘের সভাপতি জনাব সুহেল আহমদের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের শেষ হয়।