দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি:
সারাদেশের ন্যায় দক্ষিণ সুনামগঞ্জেও যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
রবিবার(২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭ টায় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও থানা প্রশাসন শান্তিগঞ্জ বাজারস্থ উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন । এ সময় অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ বাজানো হয়।
পুষ্পস্তবক অর্পণে এসময় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী, ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, সহকারী কমিশনার(ভূমি) সুনন্দা রায়, জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাৎ হোসেন ভূইয়া ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীম চন্দ্র তালুকদারসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
এদিকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রভাতফেরী শেষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং সর্বস্তরের মানুষ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে সকাল সাড়ে ৮ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা পরিষদের সম্মেলন পক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।