দক্ষিণ সুরমা প্রতিনিধি:
দক্ষিণ সুরমা উপজেলার ৭নং জালালপুর ইউনিয়নের নিজ জালালপুর গ্রামের শাহ মোঃ আব্দুল জব্বারের ছেলে সাবেক জামায়াত নেতা ও বর্তমানে যুক্তরাজ্য প্রবাসী মোঃ আব্দুস সহিদের বাড়িতে সন্ত্রাসী হামলার খবর পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, সাবেক জামায়াত নেতা ও বর্তমানে যুক্তরাজ্য প্রবাসী মোঃ আব্দুস সহিদের বাড়িতে জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কয়েছ আহমদ এর নেতৃত্বে স্থানীয় ছাত্রলীগ নেতা ইকরাম খান, জাকারিয়া আহমদ ও রাজু সহ ১৫/২০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে গতকাল সন্ধ্যার দিকে তার বাড়িতে গিয়ে তাকে খুজঁতে থাকে, এ সময় সন্ত্রাসীরা মোঃ আব্দুস সহিদের নাম ধরে গালিগালাজ করে এবং ঘরের দরজা-জানালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করার চেষ্টা করে ব্যর্থ হয়ে ইট পাটকেল নিক্ষেপ করে।
এ সময় ঘরের ভিতরে থাকা মোঃ আব্দুস সহিদ এর পিতা-মাতা ও পরিবারের অন্যান্য সদস্য ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে সন্ত্রাসীদের হাত থেকে বাঁচানোর জন্য চিৎকার করতে থাকেন। তাদের আর্তচিৎকারে আশপাশের বাড়ি-ঘর হতে লোকজন জড়ো হতে থাকলে সন্ত্রাসীরা তাদের সাথে থাকা দেশীয় অস্ত্রশস্ত্র উচিয়ে জনসাধারণকে ভয় দেখিয়ে চলে যেতে সক্ষম হয়।
স্থানীয় সুত্রে আরো জানা যায় যে, সাবেক জামায়াত নেতা যুক্তরাজ্য প্রবাসী, মোঃ আব্দুস সহিদ এর ফেইসবুক আইডি থেকে সরকার বিরোধী ও আওয়ামী লীগ-ছাত্রলীগের বিরুদ্ধে লেখালেখিকে কেন্দ্র করে উক্ত হামলা ও ভাঙচুরের মত জঘন্যতম ঘটনা সংঘটিত হয়েছে। উক্ত ঘটনার জন্য স্থানীয় আওয়ামী লীগ-ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসীদের দায়ী করে তাদের বিরুদ্ধে মোঃ আব্দুস সহিদের পিতা শাহ মোঃ আব্দুল জব্বার মোগলাবাজার থানায় মামলা দায়ের করতে গেলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামসুদ্দোহা আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা নিতে অপারগতা প্রকাশ করেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায় উক্ত ঘটনার পর থেকে মোঃ আব্দুস সহিদের পরিবারের সদস্যদের মাঝে এক অজানা আতংক বিরাজ করছে।