সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৮ পূর্বাহ্ন


দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত


শেয়ার বোতাম এখানে

সিলেট জেলার নবঘোষিত দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ¦ সিরাজুল ইসলামের সভাপতিত্বে মঙ্গলবার দক্ষিণ সুরমায় অনুষ্ঠিত সভায় আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে জাতীয়তাবাদী শক্তির ভালো থাকার কোন সুযোগ নেই। আমাদের সামনে এখন একটাই পথ দেশনেত্রীর মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধার। এই দাবীতে বিএনপিকে ঐক্যবদ্ধ করতে সবাইকে এগিয়ে আসতে হবে। দেশ ও জাতির ক্রান্তিলগ্নে, দলের চরম দুর্দিনে বিভেদ সৃষ্টির কোন সুযোগ নেই। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমাদেরকে প্রমাণ করতে হবে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির দুর্জয় ঘাটি ছিল, আছে এবং ভবিষ্যতে থাকবে।

সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শামীম আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাজী মোঃ সাহাব উদ্দিন, হাজী মোঃ তফজ্জুল হোসেন, আব্দুস শহীদ পংকী, বজলুর রহমান ফয়েজ, মোঃ আব্দুল লতিফ খান, মোঃ আত্তর আলী, জিল্লুর রহমান শোয়েব, শাহ মাহমদ আলী, মুহিবুর রহমান মুহিব, আশরাফুল আলম বাহার, মইনুল ইসলাম মঞ্জুর, মনিরুল ইসলাম তুরন, ফখরুল ইসলাম রুমেল, আমিনুর রহমান চৌধুরী সিফতা, মো. ফজলে রাব্বি আহসান ও শাহ আব্দুল মুকিত প্রমূখ।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin