স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী বাসটার্মিনাল এলাকা থেকে এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটতকৃত ব্যক্তি কামাল বাজার এলাকার সৈয়দপুর গ্রমের দুদু মিয়ার ছেলে মো. করিম (৩৫)। বর্তমানে সে দক্ষিণ সুরমা উপজেলার ভার্থখলা মসজিদ বাজারের পিছনের কলোনীর বাসিন্দা। দীর্ঘদিন যাবত সে দক্ষিণ সুরমার বিভিন্ন এলাকায় গাঁজা সহ বিভিন্ন ধরনের মাদক খুচরা ও পাইকারী বিক্র করে আসছে।মঙ্গলবার (১৬ এপ্রিল) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) মো. জেদান আল মুসা জানান, মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে ১ কেজি ওজনের গাঁজা যার মূল্য অনুমান পনের হাজার টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। সোমবার (১৫ এপ্রিল) দিবাগত রাত আড়াইটায় দক্ষিণ সুরমার কদমতলী এলাকায় এ অভিযান চালায় মহানগর গোয়েন্দা পুলিশ। অভিযানকালে গাঁজাসহ করিমকে আটক করা হয়। তার বিরুদ্ধে মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের দক্ষিণ সুরমা থানার মামলা ১৯(৪)২০১৯ দায়ের করা হয়।