দশ বছর ধরে সন্তান পাচ্ছিলেন না ফেরদৌসীর পরিবার। এ নিয়ে আফসোসের শেষ নেই। অবশেষে তিনি এক দিনে তিন সন্তান প্রসব করেছেন তিনি। গাইনি ডাক্তার মায়ের ডাক্তার পুত্রদ্বয় মিলে এ সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এই তিন নবজাতককে ভূমিষ্ঠ করেন।
অবশেষে মহামারি করোনাভাইরাসের ভয়কে জয় করে বৈশাখের প্রথম দিন একসঙ্গে তিন সন্তান জন্ম দিয়েছেন সেই মা। ১০ বছর সংসার জীবনের সাধনায় একসঙ্গে তিন সন্তান জন্ম দিলেন নারায়ণগঞ্জের ফেরদৌসী বেগম।
একসঙ্গে তিন সন্তানের জন্ম হওয়ায় আনন্দে মেতে ওঠেন ফেরদৌসীর পরিবারের সদস্যরা। ফেরদৌসী বেগমের সিজারিয়ান অপারেশনে অংশ নিয়েছেন নারায়ণগঞ্জের গাইনি চিকিৎসক কামরুন্নাহার ও তার দুই ছেলে চিকিৎসক সাদ ও সামি।
মা ও তিন নবজাতক সুস্থ রয়েছে বলে জানিয়েছেন ডা. কামরুন্নাহার।