বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০১ পূর্বাহ্ন


দায়িত্বে থেকেও নিজ দলের কাছে সাবেক মেয়র আরিফ

দায়িত্বে থেকেও নিজ দলের কাছে সাবেক মেয়র আরিফ


শেয়ার বোতাম এখানে

শুভ প্রতিদিন ডেস্ক:

সিলেট সিটি করপোরেশনের মেয়র হিসেবে আরিফুল হক চৌধুরীর মেয়াদ শেষ হতে এখনো দেড় মাসের বেশি বাকি। আগামী ৭ নভেম্বর তার মেয়াদ শেষ হচ্ছে। কিন্তু তার আগেই নিজের দলই তাকে ‘সাবেক মেয়র’ সম্বোধন শুরু করেছে।

আরিফুল হকের কাছে পাঠানো বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোটেক রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত চিঠিতে এমনটি দেখা গেছে।বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে।

শনিবার (১৬ সেপ্টেম্বর) দলীয় মনোগ্রামযুক্ত প্যাডে তাকে পদোন্নতিপত্র দেওয়া হয়।দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোটেক রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত ‘বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য পদে মনোনয়ন প্রসঙ্গে’ শীর্ষক সেই চিঠিতে আরিফুল হক চৌধুরীর পদবির জায়গায় লেখা রয়েছে, ‘সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ও সাবেক মেয়র সিলেট সিটি কর্পোরেশন’।

চিঠিতে প্রিয় সহকর্মী সম্বোধন করে চিঠিতে লেখা হয়েছে,‘শুভেচ্ছা নেবেন। আপনি জেনে আনন্দিত হবেন যে, নির্দেশক্রমে আপনাকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য পদে মনোনীত করা হয়েছে।

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।’এ বিষয়ে সিলেট মহানগর বিএনপির এক সিনিয়র নেতা নাম প্রকাশ না করে বলেন, ‘চিঠি দেখে মনে হচ্ছে আরিফুল হককে মেয়রের চেয়ার থেকে সরাতে অন্য দলের চেয়ে বিএনপিরই আগ্রহ বেশি। গুরুত্বপূর্ণ এমন চিঠিতে এত বড় ভুল কিভাবে হয়।তবে জেলা বিএনপির আরেক নেতা বলেন, ‘আমার মনে হচ্ছে এটা মিসটেক। তবুও এমন গুরুত্বপূর্ণ চিঠির ক্ষেত্রে আরো সতর্ক থাকা উচিত ছিল।’এ বিষয়ে জানতে আরিফুল হক চৌধুরীর মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেননি।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin