বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ০৪:৪২ পূর্বাহ্ন


দীর্ঘ চার মাস পর আজ থেকে খুলছে সিলেটের নিম্ন আদালত

দীর্ঘ চার মাস পর আজ থেকে খুলছে সিলেটের নিম্ন আদালত


শেয়ার বোতাম এখানে

শুভ প্রতিদিন ডেস্ক:
দীর্ঘ চার মাস পর আজ বুধবার (৫ আগস্ট) থেকে সিলেটসহ দেশের সব নিম্ন আদালতে শারীরিক উপস্থিতির মাধ্যমে বিচার কাজ পরিচালনা শুরু হচ্ছে। করোনা পরিস্থিতিতে চার মাসের বেশি সময় ভার্চুয়াল পদ্ধতিতে বিচার কার্যক্রম হয়েছিল।

গত ৩০ জুলাই সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা প্রদান করা হয়। এর আগে গত ২৫ মার্চের পর থেকে করোনা বিবেচনায় দেশের নিম্ন আদালতে শারীরিক উপস্থিতিতে মামলা, আবেদন দায়ের ও শুনানির সুযোগ বন্ধ রেখেছিল সুপ্রিম কোর্ট প্রশাসন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালগুলোর স্বাভাবিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সবাইকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ৩০ জুলাইয়ের জারিকৃত বিজ্ঞপ্তিতে বর্ণিত আদালত প্রাঙ্গণ এবং এজলাস কক্ষে সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত নির্দেশনা প্রতিপালনের জন্য নির্দেশ প্রদান করা হলো।

এদিকে, জারিকৃত নির্দেশনা অনুযায়ী সিলেটেও আজ বুধবার থেকে পুরোদমে শুরু হবে নিম্ন আদালতের কার্যক্রম। করোনাকালে এ কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে কর্তৃপক্ষ নিয়েছেন স্বাস্থ্য সুরক্ষামূলক ব্যবস্থা।

এ বিষয়ে সিলেট জেলা ও মহানগর দায়রা জজ কোর্টের পিপি জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ অ্যাডভোকেট নিজাম উদ্দিন জানান, সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী বুধবার থেকে সিলেটের নিম্ন আদালতে শারীরিকভাবে কার্যক্রম শুরু হবে। এ ক্ষেত্রে নেয়া হয়েছে পর্যাপ্ত প্রস্তুতি।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin