সোহরাব আহমদ, কোম্পানীগঞ্জ:
উৎসব মানেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘ঈদ উপহার’। প্রতি বছরের উৎসবগুলোতে ঈদ উপহার দিয়ে দেশবাসীকে চমকে দেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারও দিচ্ছেন, তবে ভিন্ন এক সময়ে।
করোনাভাইরাসের প্রাদুর্ভাব ও বন্যার কারণে সৃষ্ট পরিস্থিতিতে সারাদেশের ন্যায় সিলেটের কোম্পানীগঞ্জেও প্রায় ৩ হাজার পরিবারকে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা। পাবে আরও ১৭৫৮ পরিবাব। এর মধ্যে আছেন কৃষি শ্রমিক, জেলে, বারকী শ্রমিক, অটোরিকশা চালক, ভ্যানচালক, দিনমজুর, বিধবা, প্রতিবন্ধীসহ বিভিন্ন দরিদ্র মানুষ।
ঈদুল আযহার আগ মুহূর্তে নিত্য প্রয়োজনের উপহার সামগ্রী পেয়ে সবাই মহাখুশি।
১১-১৩ জুলাই সকাল থেকে দুপুর পর্যন্ত একযোগে কোম্পানীগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নের ২ হাজার ৩ শ’ পরিবারের সদস্যদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেরিত ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় জিআর ত্রাণ কার্যে ১৩ লাখ টাকা ও ২১ মেট্রিক টন চাল বরাদ্দ পাওয়া গেছে। বরাদ্দকৃত অর্থে শুকনা খাবার ক্রয় করে চালসহ ৬ টি ইউনিয়নে মোট ২৩০০ পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। বিতরণকৃত ৫৬৫.২২ টাকা মূল্যের প্রতিটি শুকনা খাবার প্যাকেটে রয়েছে ৯.১৩ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তৈল, ১ কেজি লবণ, ১টি হুইল সাবান, ১ প্যাকেট লাচ্চা সেমাই ও ১ কেজি চিনি।
জনসংখ্যা ভিত্তিতে উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়নে ৭৫০টি, পূর্ব ইসলামপুর ইউনিয়নে ৩৫০টি ও বাকি চারটি ইউনিয়নে ৩০০টি করে প্যাকেট বিতরণ করা হয়েছে।
অতিদরিদ্র ও বন্যাক্রান্ত পরিবারের জন্য ভিজিএফ ১৭৫৮ টি কার্ডের বিপরীতে ১৭৫৮ পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া হবে।
জনসংখ্যা ভিত্তিতে উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়নে ৪২০টি, পূর্ব ইসলামপুর ইউনিয়নে ২৯৫টি, তেলিখাল ইউনিয়নে ১৯০টি, ইছাকলস ইউনিয়নে ১৪০টি, উত্তর রণিখাই ইউনিয়নে ২০৫টি ও দক্ষিণ রণিখাই ইউনিয়নে ১৪৫টি ভিজিএফ কার্ড বিভাজন করা হয়েছে।
উপজেলার দরিদ্র ও অসহায় ২১২টি পরিবারের শিশুদের মাঝে শিশু খাদ্য বিতরণ করা হয়েছে। ইসলামপুর পশ্চিম ইউনিয়নে ৫০ টি ও বাকি ৫টি ইউনিয়নের প্রতিটিতে ৩০টি করে শিশু খাদ্য বিতরণ করা হয়েছে। শিশু খাদ্য তালিকায় রয়েছে গুড়ো দুধ, চিনি, সুজি, বিস্কুট ও সয়াবিন তেল।
গরুর খাদ্য হিসেবে উপজেলার মোট ১৯০ জন প্রান্তিক কৃষকদের মধ্যে ১৯০ বস্তা রেডিমেড ক্যাটল গো-খাদ্য বিতরণ করা হয়।
এছাড়াও ৩৩৩ নম্বরে ফোন করায় ১০০ অসহায় দুস্থ পরিবারের মধ্যে খাদ্য সহায়তা দেয়া হয়।
প্রধানমন্ত্রী ঈদ উপহার পেয়ে বিধবা শামসুন্নাহার বলেন, প্রধানমন্ত্রী আমাদের যে সহযোগিতা করেছেন তার জন্য ওনার কাছে আমরা কৃতজ্ঞ।
স্বামী পরিত্যক্তা জমিরুন নেছা নামের একজন উপকারভোগী বলেন, প্রধানমন্ত্রীর দেয়া উপহার পাওয়ার পরই মনের মধ্যে এক অন্য ধরনের খুশি জাগল। এজন্য আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। তিনি যেন সারাজীবন দেশের খেদমত করার সুযোগ পান।
উপকারভোগী এমরান বলেন, করোনা আসার পর থেকে আমাদের কোন কাজ-কর্ম নেই। এ করোনা সঙ্কটের মধ্যে প্রধানমন্ত্রী যে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়েছেন তাতে আমরা খুবই উপকৃত হয়েছি।
বঙ্গবন্ধু কন্যা মাননীয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ইসলামপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, ‘প্রধানমন্ত্রীর বিশেষ ঈদ উপহার সুষ্ঠুভাবে বিতরণের কাজ করতে গিয়ে আমি উপলব্ধি করতে পেরেছি যে, এবার ক্ষতিগ্রস্ত দরিদ্র পরিবারগুলোর ঘরে ঘরে বেশ আনন্দে ঈদ উদযাপন করা হবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিদ্যুৎ কান্তি দাস বলেন, করোনা ভাইরাস এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সরকার সবসময় প্রস্তুত রয়েছে।কোম্পানীগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ হতে প্রাপ্ত অগ্রাধিকার তালিকার ভিত্তিতে সংশ্লিষ্ট ট্যাগ অফিসার এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বারগনের উপস্থিতিতে স্বচ্ছতার ভিত্তিতে ত্রাণ বিতরণ করা হয়। কারো খাদ্য সহায়তার প্রয়োজন হলে ৩৩৩ নাম্বারে ফোন করলেই বাড়িতে পৌঁছে দেওয়া হবে খাদ্য। মানবিক সহায়তা কার্যক্রম বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন জিরো টলারেন্স।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য বলেন, এই মহামারি দুর্যোগের মুহূর্তেও যেন সবাই ঘরে থেকে ঈদ উদযাপন করতে পারেন সেজন্য এই আয়োজন। সরকারের নির্দেশনায় সমাজের দুস্থ, হতদরিদ্র ও অসচ্ছল মানুষের হাতে সরকার প্রদত্ত উপহার সামগ্রী পৌঁছে দিচ্ছি। এ সময় কর্মহীন কোনো মানুষ যাতে সরকারি সহযোগিতা থেকে বাদ না যায় তা কঠোরভাবে তদারকি করা হচ্ছে। তাই আপনারা সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং করোনা মোকাবিলায় প্রশাসনকে সহযোগিতা করুন।