সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৩ পূর্বাহ্ন


দুই দশকে প্রথম, চীনের আমদানি ছাড়াল রপ্তানিকে

দুই দশকে প্রথম, চীনের আমদানি ছাড়াল রপ্তানিকে


শেয়ার বোতাম এখানে

শুভ প্রতিদিন ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘বাণিজ্য যুদ্ধের’ মধ্যেই বছরের প্রথম অর্ধে বাণিজ্য ঘাটতির পরিমাণ ২৮ দশমিক ৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছে চীনের কর্তৃপক্ষ।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটি গত ২০ বছরের মধ্যে এবারই প্রথম রপ্তানির চেয়ে আমদানি বেশি করল বলে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) এক প্রতিবেদনে বলা হয়েছে, খবর এনডিটিভির।

বিদেশে পণ্য রপ্তানির ক্ষেত্রে বছরের পর বছর শীর্ষ অবস্থানে থাকা চীন এবারও বাণিজ্য উদ্বৃত্তের ধারাবাহিকতা ধরে রাখার যে স্বপ্ন দেখেছিল, চলতি বছরের প্রথম চারমাসেই তাতে ব্যাঘাত ঘটে। দেশটির গত ১৭ বছরের ইতিহাসে এবারই প্রথম জানুয়ারি-এপ্রিল প্রান্তিকে রপ্তানির চেয়ে আমদানি ব্যায়ের পরিমাণ বেশি হয়।

অর্ধবার্ষিকে এসে প্রথম চারমাসের ঘাটতি ৩৪ দশমিক ১ বিলিয়ন ডলার থেকে ২৮ দশমিক ৩ বিলিয়নে নেমে এসেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে চীনের স্টেট অ্যাডমিনিস্ট্রেশন অব ফরেন এক্সচেইঞ্জ (এসএএফই)।

এর মধ্যে সেবাখাত কেন্দ্রীক বাণিজ্যে ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ১৪৭ দশমিক ৩ বিলিয়ন, তিন মাস আগেও যা ছিল ৭৩ দশমিক ৬ বিলিয়ন ডলার। ভ্রমণ, যাতায়াত ও মেধাস্বত্ত অধিকার সংরক্ষণে বিপুল এ ঘাটতির দেখা মিলেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে চীনের রাষ্ট্র পরিচালিত সংবাদ মাধ্যম সিনহুয়া।

তবে প্রথম অর্ধবার্ষিকের পণ্য বাণিজ্যে ঠিকই ধারাবাহিকতা ধরে রেখেছে দেশটি। জানুয়ারি-জুন পর্যন্ত এ খাতে চীনের উদ্বৃত্তের পরিমাণ ১৫৫ দশমিক ৯ বিলিয়ন ডলার।

বিদেশে বিভিন্ন সেবায় খরচ বৃদ্ধির বিপরীতে পণ্য বিক্রিতে আয় কমায় ২০ বছরের মধ্যে প্রথম অর্ধবার্ষিকে চীন এ বাণিজ্য ঘাটতি দেখল বলে জানিয়েছে ক্যাক্সিন সাময়ীকি।

২০০৮ সালের বিশ্বমন্দার পর থেকেই চীনের বাণিজ্য উদ্বৃত্তের পরিমাণ কমতে থাকে, যা প্রবৃদ্ধিতেও প্রভাব ফেলছে।

গত বছরের ৬ দশমিক ৯ শতাংশ থেকে কমে চলতি বছর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটি তাদের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৬ দশমিক ৫ নির্ধারণ করেছে বলে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলা বাণিজ্য উত্তেজনার কারণে বছর শেষে চীনের বাণিজ্য উদ্বৃত্তের পরিমাণ অতি সামান্য হতে পারে; প্রথম ছয় মাসে দেখা দেওয়া ঘাটতির ধারাবাহিকতাও দেখা যেতে পারে বলে ধারণা বিশ্লেষকদের।

পণ্য বাণিজ্যে চাপ ও সেবাখাত কেন্দ্রীক খরচ বাড়ায় চীনের এ ঘাটতি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন চীনের পিং অ্যান সিকিউরিটিজের প্রধান অর্থনীতিবিদ ঝাং মিং।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin