হবিগঞ্জ প্রতিনিধিঃঃ
হবিগঞ্জের মাধবপুরে দুই বছরের সাজা থেকে বাঁচতে দীর্ঘ ১৩ বছর পালিয়ে থেকেও শেষ পর্যন্ত পুলিশের হাতে গ্রেপ্তার হলেন পেয়ার হোসেন (৪০) নামে এক ব্যক্তি। সে মাধবপুর উপজেলার উত্তর বরক গ্রামের সামছু মিয়ার পুত্র।জানা যায়, তার বিরুদ্ধে ছাতক থানার ২০০৫ সালের একটি বিশেষ ক্ষমতা আইনের মামলায় ২০০৮ সালে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ডের রায় হয়।
সাজা থেকে বাঁচতে সে পালিয়ে যায়। পলাতক থাকা অবস্থায় সে বিদেশে চলে যায়। সাত দিন আগে তিনি দেশে ফিরেন।সোমবার (২১ মার্চ) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার এসআই আব্দুল কাদেরের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তার নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার দুপুরে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।