শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ১০:০৩ অপরাহ্ন


দেওয়ান ফরিদ গাজী স্মৃতি সংসদ ও পুষ্প যুব কল্যাণ সংস্থার বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

দেওয়ান ফরিদ গাজী স্মৃতি সংসদ ও পুষ্প যুব কল্যাণ সংস্থার বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ


শেয়ার বোতাম এখানে

শুভপ্রতিদিন ডেস্ক:

দেওয়ান ফরিদ গাজী স্মৃতি সংসদ ও পুষ্প যুব কল্যাণ সংস্থার বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ
দেওয়ান ফরিদ গাজী স্মুতি সংসদ ও পুষ্প যুব কল্যাণ সঙস্থার উদ্যোগে বন্যাদুর্গত বানবাসী পরবিারের মাঝে শুকনো খাবার, পানি বিশুদ্ধকরণ ঔষধ, খাবার সেলাইন ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল ২২ মে রোববার দুপুরে সিলেট সদর উপজেলার কান্দিরগাঁও ইউনিয়নের প্লাবিত এলাকায় বিভিন্ন স্থানে বন্যাদুর্গত পানিবন্ধি পরিবারের মাঝে এই ত্রাণসামগ্রী বিতরন করা হয়। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সিলেট জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ সালমা বাসিত, সাধারণ সম্পাদক এডভোকেট সালমা সুলতানা, সহ-সভাপতি আছিয়া শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট জেলা মহিলা সংস্থার সভাাপতি হেলেন আহমদ, জেলা আওয়ামীলীগের সদস্য, জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এবং জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়াররম্যান আমাতুজ জাহুরা রওশন জেবীন রুবা,কান্দিরগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজম আলী, জেলা পরিষদের সাবেক সদস্য সুষমা সুলতানা রুহি যুব সংগঠক আফিকুর রহমান আফিক, যুবলীগ নেতা মিঠু মোহন দেব প্রমুখ।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin