সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৫ অপরাহ্ন


দেশীয় ওপেন-সোর্স প্রযুক্তির প্রথমবারের মতো আন্তর্জাতিক স্বীকৃতি

দেশীয় ওপেন-সোর্স প্রযুক্তির প্রথমবারের মতো আন্তর্জাতিক স্বীকৃতি


শেয়ার বোতাম এখানে

শাবিপ্রবি প্রতিনিধি:

বাংলাদেশের একটি স্টার্টআপ কোম্পানী CRUX (cruxbd.com) এর একদল গবেষক তৈরী করেছে সম্পূর্ণ ওপেন সোর্স ভিত্তিক একটি মেডিক্যাল ভেন্টিলেটর। যার গবেষণা পত্র জাপানের একটি আন্তর্জার্তিক কনফারেন্সে গৃহিত হয়েছে।

জাপানের কিউটো শহরে “ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বায়োমেডিক্যাল এন্ড বায়োইনফোরমেটিক্স ইঞ্জিনিয়ারিং (আইসিবিবিই-২১)” শিরোনামে অনুষ্ঠিত এ কনফারেন্সে গবেষণা পত্রটি গৃহিত হয়। ভেন্টিলেটরের নাম “রেপিডলি ডেভেলপেভল লো কস্ট এন্ড পাওয়ার ইপিসিয়েন্ট ফোর্টেবল টার্বাইন- বেইজ্ড ইমার্জেন্সি ভেন্টিলেটর”।

বৃহস্পতিবার সকালে প্রজেক্টটির দলনেতা ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সৈয়দ রেজওয়ানুল হক নাবিল বিষয়টি জানান।

সৈয়দ রেজওয়ানুল হল নাবিল বলেন, দেশের ইতিহাসে প্রথমবারের মত এ প্রজেক্ট ওপেন সোর্স হার্ডওয়্যার এ্যাসোসিয়েশন (OSHWA) থেকেও সার্টিফিকেশন পায় যার প্রজেক্ট আইডি BD000001। OSHWA মূলত একটি আন্তজার্তিক এ্যাসোসিয়েশন যা নিউ ইউর্ক ইউনিভার্সিটি স্কুল অফ ল এবং আলফ্রেড পি স্লোন ফাউণ্ডেশন এর সাথে এফিলিয়েটেড।

এ স্বীকৃতির মাধ্যমে দেশের তরুণ প্রযুক্তিবিদরা কিভাবে উপকৃত হবে? জানতে চাইলে টিম লিডার নাবিল বলেন, এর মাধ্যমে দেশের তরুণরা নিজেদের প্রযুক্তিগত সক্ষমতা বিশ্বের দরবারে তুলে ধরতে পারবে। যেহেতু এটি উন্মুক্ত তাই দেশ এবং বিদেশের গবেষকরা এর ডিজাইন এবং কোড বিভিন্ন মেডিক্যাল এবং নন-মেডিক্যাল ডিভাইস বানাতে ব্যবহার করতে পারবে। এটি আন্তর্জাতিক গবেষণা কনফারেন্সে স্থান পাওয়ায় এবং আন্তর্জাতিক ওপেন সোর্স এ্যাসোসিয়েশন এর সার্টিফিকেশন পাওয়ায় দেশের গবেষণাকে আন্তর্জাতিক মহলে তুলে ধরবে।

আন্তর্জাতিক এ স্বীকৃতি পাওয়াতে এ প্রজেক্টির লাভ সম্পর্কে তিনি বলেন, এ ধরনের স্বীকৃতি পাওয়ায় আমরা দেশ বিদেশের আরো গবেষণায় অংশগ্রহণ করতে পারব এবং যে কেউ আমাদেরকে কনসালটেন্ট হিসেবে নিয়োগ দিতে ভরসা পাবে। তাছাড়া দেশের স্টার্টআপ জগতে এটি একটি উল্লেখযোগ্য বিষয় হিসেবে থাকবে এবং আমাদের বিভিন্ন প্রজেক্টে ফাণ্ড কালেকশনে সুবিধা হবে।

ছয় সদস্য বিশিষ্ট টিমটির অন্য সদস্যরা হলেন, মারুফ হোসেন রাহাত, হাসান সোহাগ, ফজলে রাব্বি শাফি, সত্য রঞ্জন সরকার এবং শোভন সুদন সাহা ।

উল্লেখ্য, নাবিল এবং রাহাত দুজনেই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং ড্রোন সহ বিভিন্ন প্রজেক্টে কাজ করে আসছেন।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin