বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২৭ পূর্বাহ্ন


দেশের সব উপজেলা থেকে নমুনা সংগ্রহ করার নির্দেশ: প্রধানমন্ত্রী

দেশের সব উপজেলা থেকে নমুনা সংগ্রহ করার নির্দেশ: প্রধানমন্ত্রী


শেয়ার বোতাম এখানে

করোনা ভাইরাস শনাক্ত পরীক্ষার জন্য দেশের সব উপজেলা থেকে নমুনা সংগ্রহ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের পরিচালক ডা. মো. হাবিবুর রহমান অনলাইন সংবাদ সম্মেলনে এ কথা জানান।

ডা. হাবিবুর রহমান বলেন, আজকে আমরা প্রধানমন্ত্রীর কাছ থেকে একটি নির্দেশনা পেয়েছি। যেন আজকের মধ্যে প্রত্যেক উপজেলা থেকে কমপক্ষে দুজনের কাছ থেকে নমুনা সংগ্রহ করা হয়। তাই আজকের মধ্যে আমরা অন্তত এক হাজার নমুনা সংগ্রহ করে আগামীকালের মধ্যে পরীক্ষা করতে পারবো।

হাবিবুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় আরও দুইজন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। তারা দুজনই পুরুষ। এ নিয়ে দেশে মোট ৫৬ জন করোনা ভাইরাসে আক্রান্তে শনাক্ত হলেন।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin