শুভ প্রতিদিন ডেস্ক:
দেশে ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছেন ১০৪১ জন। এবং মৃত্যু হল আরও ১৪ জনের। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান। তিনি বলেন, করোনায় এ ১৪ জন নিয়ে দেশে মোট মারা গেছেন ২৮৩ জন।
তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তে ৭৮৩৭ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৭৩৯২ জনের। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো এক লাখ ৫১ হাজার ৯৩০ জনের। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ১৮৮৬৩ জন।
জেলাভিত্তিক বিশ্লেষণে ঢাকার ৯ জন ও চট্টগ্রামের আছে ৫ জন। মোট ৪১টি ল্যাবে করোনা পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে ঢাকার ২১টি এবং ঢাকার বাইরে ২০টি।
দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।