সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৯ পূর্বাহ্ন


দেশে নতুন করোনা রোগী ১১২ জন: মারা গেছেন ১ জন

দেশে নতুন করোনা রোগী ১১২ জন: মারা গেছেন ১ জন


শেয়ার বোতাম এখানে

কোভিড-১৯ সংক্রমণে দেশে আরো একজনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্ত গত কালের চেয়ে বেড়ে দ্বিগুণ হয়েছে। গত ২৪ ঘন্টায় ১১২ জন আক্রন্ত বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

এ নিয়ে দেশে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে ২১ জনের মৃত্যু হলো। নতুন করে দেশে ১১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩০ জনে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

করোনা সংক্রমণ ঠেকাতে পরামর্শ তুলে ধরে তিনি আরও বলেন, বার বার সাবান পানি দিয়ে হাত ধুবেন, আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ থেকে দূরে থাকুন, বিদেশ থেকে আসতে না করুন, আপনারাও যাওয়া থেকে বিরত থাকুন।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস রোগী শনাক্ত হওয়ার বিষয়টি ঘোষণা দেয় আইইডিসিআর। ১৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। দেশে করোনাভাইরাস শনাক্ত শুরু হওয়ার পর এক দিনে শনাক্ত হওয়া ব্যক্তির সংখ্যা আজই সর্বোচ্চ।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin