হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জে একটি ব্যবসা প্রতিষ্ঠানে অনৈতিক কাজের অভিযোগে পাঁচ যুবক-যুবতীকে সাতদিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার সন্ধ্যায় তাদেরকে এ দন্ডাদেশ প্রদান করেন নবীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আতাউল গনি ওসমানী। তিনি এ বিষয়টি নিশ্চিত করেছেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, শনিবার দুপুরে নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের ছোট শাখোয়ার ভূমিহীন এলাকার একটি ব্যবসা প্রতিষ্ঠানে (মুদির দোকান) কয়েকজন তিন যুবক ও দুই যুবতী অনৈতিক কাজে লিপ্ত হন। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন- বাহুবল উপজেলার আব্দুল আজিজ (২৩), নবীগঞ্জ উপজেলার কাশেম আলী (২৩), সহিদা বেগম (৪৫), সুনামগঞ্জের শান্তনা আক্তর (২৫) ও পপি বেগম (২৫)।
পরে সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আতাউল গনি ওসমানীর কার্যালয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটককৃতদের ৭ দিনের কারাদ- প্রদান করা হয়।