বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১১:৫৯ অপরাহ্ন


দ্বিতীয় দিনে সিলেটে ৬৩ জন আ.লীগের মনোনয়ন ফরম কিনলেন

দ্বিতীয় দিনে সিলেটে ৬৩ জন আ.লীগের মনোনয়ন ফরম কিনলেন

সরওয়ার হোসেন

শেয়ার বোতাম এখানে

নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন ফরম বিক্রির দ্বিতীয় দিনে এক হাজার ২১২টি মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। এরমধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এক হাজার ১৮০টি। আর অনলাইনে ৩২ জন মনোনয়ন সংগ্রহ করেছেন।এতে দলটির আয় হয়েছে ৬ কোটি ৬ লাখ টাকা।

দলীয় সূত্র জানায়, সিলেট বিভাগ থেকে ৬৩ জন নেতা আওয়ামী লীগের দলীয় ফরম সংগ্রহ করেছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২৭০ জন, খুলনা বিভাগ থেকে ১৬৫ জন, রাজশাহী বিভাগ থেকে ১৪০ জন, ময়মনসিংহ বিভাগ থেকে ১১২, রংপুর বিভাগ থেকে ১০৮, বরিশাল বিভাগ থেকে ৯০ এবং এ ছাড়া অনলাইনে বিভিন্ন বিভাগ থেকে ৩২টি মনোনয়ন ফরম কিনেছেন আওয়ামী লীগের নেতারা।

রোববার (১৯ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলিস্তানের ২৩ বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন বিক্রি শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দলটির দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

তিনি জানান, আগ্রহী প্রার্থীদের ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রশাসনিক বিভাগ অনুযায়ী সুনির্দিষ্ট বুথ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এক হাজার ১৮০টি। আর অনলাইনে ৩২ জন মনোনয়ন সংগ্রহ করেছেন।

তিনি আরও জানান, মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিনে সর্বোচ্চ ফরম বিক্রি হয়েছে ঢাকা বিভাগে। এই বিভাগ থেকে ২৭০ জন দলীয় মনোনয়ন ফরম কিনেছেন। দ্বিতীয় সর্বোচ্চ ফরম বিক্রি হয়েছে চট্টগ্রাম বিভাগে। এবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার টাকা।

জানা যায়, প্রথম দিনে শনিবার এক হাজার ৭৪টি মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। এতে দলটির আয় হয়েছে ৫ কোটি ৩৭ লাখ টাকা।

আওয়ামী লীগের কেন্দ্রীয় দফতর সূত্র জানায়, প্রথম দিনে ঢাকা বিভাগ থেকে ২১৪ জন দলীয় মনোনয়ন ফরম কিনেছেন। দ্বিতীয় সর্বোচ্চ ফরম বিক্রি হয়েছে চট্টগ্রাম বিভাগে। এই বিভাগ থেকে ২০১ জন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

এ ছাড়া রাজশাহী বিভাগ থেকে ১৭৬ জন, খুলনা বিভাগ থেকে ১২৫, রংপুর বিভাগ থেকে ১০৯, ময়মনসিংহ বিভাগ থেকে ১০৫, বরিশাল বিভাগ থেকে ৭৫ এবং সিলেট বিভাগ থেকে ৫৫ জন নেতা আওয়ামী লীগের দলীয় ফরম সংগ্রহ করেছেন। এ ছাড়া অনলাইনে বিভিন্ন বিভাগ থেকে ১৪টি মনোনয়ন ফরম কিনেছেন নেতারা।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin