শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৬:৪৪ অপরাহ্ন


দ: সুনামগঞ্জে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও নিজ উদ্যোগে গ্রামীণ জনপদে খাবার বিতরণ

দ: সুনামগঞ্জে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও নিজ উদ্যোগে গ্রামীণ জনপদে খাবার বিতরণ


শেয়ার বোতাম এখানে

নিউজ ডেস্ক:
প্রাণঘাতি ‘করোনা ভাইরাস’ ছড়িয়ে পরার আশংকায় জনসচেতনতার অংশ হিসেবে চলছে অঘোষিত ‘লকডাউন’। অফিস-আদালত, স্কুল-কলেজ, হাঁট-বাজার বন্ধসহ সামাজিক দুরুত্ব বজায় রাখতে ঘর থেকে বের না হওয়ার নির্দশনা রয়েছে প্রশাসনের। এমতাবস্থায় সাধারণ খেঁটে খাওয়া নিম্ন আয়ের মানুষ পড়েছে বিপাকে।

এমন পরিস্থিতিতে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ছিন্নমূল ও অভাবগ্রস্থ মানুষের খোঁজ খবর নিতে তাদের বাড়ি বাড়ি যান দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)। এছাড়াও সরকারি বরাদ্দকৃত দ্রবাদি প্রকৃত অভাবগ্রস্থ জনসাধারণ পাচ্ছে কিনা তার খোঁজও নেন তিনি।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে উপজেলার অসহায়, দিনমজুর, রিক্সা চালক ও অটো ড্রাউভারসহ ১০০ টি পরিবারের মাঝে ব্যাক্তিগত উদ্যোগে দুপুরের খাবার বিতরণ করেন তিনি।

এসময় সবাইকে ধৈর্য্য ধারণ করে ঘরে অবস্থান করার পরামর্শ দেন এবং পাশাপাশি এমন দুর্যোগকালীন সময়ে সরকারের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin