রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৫ পূর্বাহ্ন


ধর্মপাশায় জলমহাল নিয়ে সংঘর্ষে নিহত ১

ধর্মপাশায় জলমহাল নিয়ে সংঘর্ষে নিহত ১


শেয়ার বোতাম এখানে

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুনই নদী জলমহালকে কেন্দ্র করে সংঘর্ষে শ্যামাচরণ বর্মণ (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি উপজেলার পাইকুরহাটি ইউনিয়নের সুনই গ্রামের বাসিন্দা। এ ঘটনায় আহত হয়েছেন ১৫ জন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম ও পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় সুনই নদী জলমহালে এ সংঘর্ষ হয়। এ ঘটনায় পুলিশ ৮ জনকে আটক করেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এই জলমহালকে কেন্দ্র করে ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের মৎস্যজীবীদের দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় রাতে দুইপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে জলমহালের সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে শ্যামাচরণ নামে একজন মারা যান ও উভয়পক্ষের ১৫ জন আহত হয়। আহতদের ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আনোয়ার জাহিদ সরকার বলেন, সাগর নামে একজনের অবস্থা গুরুতর।সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান একজন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৮ জনকে আটক করেছে।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin