স্টাফ রিপোর্ট:: ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহর মৃত্যুতে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে সিলেটে কোরআন খতম ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (১৪জুন) বাদ যোহর ইসলামিক ফাউন্ডেশনের সিলেট জেলা ও বিভাগীয় কার্যালয়, ইমাম প্রশিক্ষণ একাডেমী এবং সিলেট জেলার স্ব-স্ব ১২উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের উপজেলা মডেল রিসোর্স সেন্টারের উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মোনাজাত মাহফিলে প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। মিলাদ ও দোয়া মাহফিলে ইসলামিক ফাউন্ডেশনের সিলেটের পরিচালক ফরিদ উদ্দিন আহমদসহ সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী ও মউশিক প্রকল্পের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লহ গতকাল (১৩জুন)
শনিবার রাত পৌণে ১২টায় সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেন। রোববার তাঁর করোনা পজেটিভ আসে।